E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

২০১৫ আগস্ট ১১ ১৮:১৮:০৬
নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। নড়াইল জেলা পরিষদের উদ্যোগে ৯৩ জন অসহায়, দুঃস্থ ও মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের মাঝে ১লাখ ২৪ হাজার ৩০০ টাকা প্রদান করা হয়।

নড়াইল জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে মঙ্গলবার বেলা ১টায় জেলা পরিষদ হলরুমে বৃত্তি প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কবীরুল হাসান, সহকারী প্রকৌশলী পরিমল কুমার সাহা, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জানান, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। সমাজের অসহায় দুঃস্থ মানুষদের সন্তানেরা অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যে জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে মুক্তিযোদ্ধার সন্তানসহ অসহায় ও দুঃস্থ মেধাবী সম্পন্ন ৯৩ জন শিক্ষার্থীর মাঝে ১লাখ ২৪ হাজার ৩০০ টাকা প্রদান করা হয়েছে। আগামীতে যাতে আরো বেশি পরিমাণ অর্থ মাঝে বিতরণ করা যায় সে ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করা হবে।

(টিএআর/এএস/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test