E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'রাত পোহালেই ঋণগ্রস্থ হচ্ছে হাজার হাজার জেলে'

২০১৫ আগস্ট ১১ ১৯:৫৯:৩৯
'রাত পোহালেই ঋণগ্রস্থ হচ্ছে হাজার হাজার জেলে'

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : দুপুর ১২ টায় পানি ভাত খেয়ে ইঞ্জিনচালিত ডিঙি নৌকা নিয়ে মাছ শিকারের জন্য হাসিমুখে সাগরে যাত্রা করে তিন জেলে। টানা ছয় ঘন্টা সাগরে উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে সন্ধায় যখন কুয়াকাটা সৈকতে ফিরে আসে তখন ডিঙি নৌকার খোন্দলে মাত্র ১২০ টাকার লইট্রা মাছ।

শেষ বিকালে তাই হতাশা ও কষ্টে সৈকতেই বসে পড়ে জেলে আমির হোসেন, খলিল আকন ও মোজাম্মেল হোসেন। পটুয়াখালীর কলাপাড়ার পাঞ্জুপাড়া গ্রামের এই তিন জেলে জানালেন, ধার করে তেল, জাল নিয়ে সাগর যাত্রায় গত দুই মাসের মতো এবারও তারা ঋণী হয়ে গেলেন।

আমির হোসেন বলেন, “ সাড়ে ছয়শ টাহার তেল পুড়ছে। জাল ভাড়া দেতে হইবে তিনশ টাহা। বোট টা আমাগো। তিনডা মানুষ খাডলাম। দ্যাহেন কেজি দেড়েক লইট্রা পাইছ। বেঁচলে ১২০ টাহা পামু। এ্যাহন জালের ও তেলের টাহা দিমু ক্যামনে হেই চিন্তা করছি”। শুধু এই চিন্তাই না, বাড়ি থেইক্কা বাইর হওয়ার সময় ছোড পোলাডায় কইছে আব্বা একটা ইলিশ মাছ আইন্নো। অরে কইছে লইয়া আমু। এ্যাহনতো দেহি ধারই শোধ করতে পারমু না। বাসায় রান্নার চাল,মাছ-তরকারি ক্যামনে নিমু। তিনি বলেন, মোর বড় পোলা শাহিন ক্লাস সেভেনে পড়ে। ছোটডা ক্লাস টুতে। অগো মাষ্টার দেতে হয়। স্কুলে টাহা দেতে হয়। মাস শ্যাষে দেহা যায় তিন হাজার টাহা দুইডা ছাওয়ালের পিছনে খরচ। খাওয়াতো বাদই দিলাম। এইরহম চলতে থাকলে মোরা বাঁচমু ক্যামনে।

এই তিন জেলের মতো কুয়াকাটার পাঁচ সহস্রাধিক খুঁটা জেলে এখন মাছ সংকটে মানবেতর জীবনযাপন করছে। রাত পোহালেই তাঁরা ঋনগ্রস্থ্য হচ্ছে। কারন মাছ না থাকায় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এখন সংসার চালাতে হচ্ছে। রোজ সকালে সাগরে মাছ শিকারে যাচ্ছে কিন্তু ফিরছে শূন্যহাতে।

জেলে মোজাম্মেল হোসেন বলেন, “প্রায় দুইঘন্টা বইয়া দুইশ হাত জাল সাগরে হালাইছি। হেইয়ার পর না খাইয়া ওই রৌদ্দের মধ্যে নাওতে বইয়া ছিলাম। বিকালে যহন জাল টান দিছি দেহি সব খালি। কইলজাডা ভাইঙ্গা কান্দন আইছে। ২০টা বছর ধইর‌্যা মাছ ধরি, কিন্তু এইবারের মতো খালি আর কোন বছরই ফিরতে হয় নায়।

খলিল আকন জানালেন, আড়ত দিয়া দুই মাস আগে এক লাখ ২০ হাজার টাহা দাদন আইন্না নাওডা করছিলাম। কিন্তু দুই মাসে ২০ হাজার টাহাও শোধ করতে পারি নাই। মাত্র তিনডা ইলিশ পাইছি। ওজন এক কেজি ছয়শ গ্রাম। মনে হয় এইবার নাওডা বেইচ্চাই ঋণ শোধ করতে হবে।

কলাপাড়ার ছয়টি জেলে পল্লীতে অন্তত পাঁচ হাজার খুঁটা জেলে পরিবার এ মৌসুম শুরু থেকেই মানবেতর জীবনযাপন করছে। মাছ না পাওয়ায় অধিকাংশ জেলে ঋণগ্রস্থ্য হয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

কলাপাড়া, ঢোশ, গঙ্গামতি,কুয়াকাটা,মহীপুর ও আলীপুরের মৎস্য ব্যবসায়ীরা বলেন, প্রত্যেক ব্যবসায়ী গড়ে দুই থেকে ১০ কোটি টাকা দাদন দিয়েছে জেলেদের। কিন্তু এ মেীসুমে একেকটা আড়তে দুই লাখ টাকারও মাছ পায়নি। তাই অবস্থা এমন হয়েছে ব্যাংক ঋণের কারণে এখন ভিটে-মাটি ছেড়ে তাঁদেরই পালাতে হবে। আর প্রাকৃতিক দুর্যোগে সাগরে ট্রলার ডুবি ও প্রতিদিনই অজ্ঞাত লাশ ভেসে আসায় জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে সাহস পাচ্ছে না।

(এমকেআর/পি/অাগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test