E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তি এসিড দগ্ধ

২০১৫ আগস্ট ১১ ২০:৩৬:২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তি এসিড দগ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাচড়া গ্রামের উজ্জল হোসেন (৩২) নামের এক ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। জমা-জমি সংক্রান্ত ঘটনার জের ধরে গত সোমবার রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে।

এসিড আক্রান্তকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় এসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও এসিড আক্রান্তের স্বজনদের সূত্র থেকে জানা গেছে, বাড়ির পাশের জমিজমা নিয়ে উজ্জলের সঙ্গে ওই গ্রামের রফিকুল ইসলাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার বিচার সালিশও হয়েছে। মিমাংশা না হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও রেশারেশি চলে আসছিলো। গত সোমবার রাত ১০ টার দিকে উজ্জল গ্রামের একটি দোকান থেকে কেনা কাটা করে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে আব্দুর রশিদের বাড়ির সামনে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রফিকুল ইসলাম, মোজাম ব্যাপরীগংরা উজ্জলের ওপর হামলা চালায়। এসময় তারা প্রথমে মাথায় ছুরিকাঘাত করে। পরে তার বুকে ও পিঠের ওপর এ্যাসিড ঢেলে দেয়। পরবর্তিতে লোকজন চলে আসলে তারা সবাই পালিয়ে যায়। এ্যাসিডে তার বুক ও পিঠ ঝলসে যায়। প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় ঢাকা এ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনে পাঠানো হয়।

এসিড আক্রান্তের বড় ভাই আলাউদ্দিন ও স্ত্রী নুরজাহান বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম খান জানান, তার মাথার আঘাত গুরুতর না হলেও এসিডে বুক ও পিঠের প্রায় ২৫ শতাংশ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শাহজাদপুর ব্রাক কার্যালয়ের কর্মকর্তা রুকসানা জাহান জানান, এসিডের আক্রান্তের অবস্থা অবনতি হওয়ায় তাকে এ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এ ঘটনায় বড় ভাই আলাউদ্দিন বাদি হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএস/পি/অাগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test