E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে ২ শতাধিক প্রতিবন্ধীকে ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের সেবা

২০১৫ আগস্ট ১২ ১৩:২৪:০৩
মহম্মদপুরে ২ শতাধিক প্রতিবন্ধীকে ভ্রাম্যমান চিকিৎসাকেন্দ্রের সেবা

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার ২ শতাধিক প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মাগুরার একটি বেসরকারি সংস্থা।

বুধবার দিনব্যাপী প্রত্যন্ত গ্রামাঞ্চলের চিকিৎসা বঞ্চিত প্রতিবন্ধীরা আধুনিক এ চিকিৎসা সেবা নেন।

মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে মহম্মদপুরের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা শারীরিক, দৃষ্টি, বুদ্ধি ও শ্রবণ প্রতিবন্ধীরা বিনামূল্যে এ চিকিৎসাসেবা পান। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ‘সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট’ গ্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়।

মহম্মদপুর গার্লস স্কুল প্রাঙ্গনে একটি পিকআপ ভ্যানের উপর নির্মিত এ ভ্রাম্যমান হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ২ শতাধিক প্রতিবন্ধীকে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করেন।

(ডিসি/এলপিবি/আগস্ট ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test