E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে অগ্নিকাণ্ডে কৃষক সর্বশান্ত,প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

২০১৫ আগস্ট ১২ ২০:৪২:২২
তাড়াশে অগ্নিকাণ্ডে কৃষক সর্বশান্ত,প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশে বিদ্যুতের সট সার্কেট থেকে আগুন ধরে এক কৃষকের ঘরবাড়িসহ সব কিছু ভস্মিভুত হয়েছে। এতে ওই কৃষকের নগদ টাকাসহ প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার সগুনা ইউনিয়নের বিলকুশাবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসি সুত্রে জানাযায়, বিলকুশাবাড়ি গ্রামের হারান সরকারের পুত্র আব্দুল খালেকের (৪০) বাড়িতে হঠাৎ করে বিদ্যুতের সট সার্কেটের কারণে ঘরের মধ্যে থাকা বিদ্যুৎ বোর্ডে আগুন ধরে যায়। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য ঘরে ধরে যায়। এতে কৃষকের ৩টি ঘরের মধ্যে থাকা খাবার চাউল, ধান, সরিষা, ভুট্টা, সোনার গহনা, নগদ ৩০হাজার টাকা, আববারপত্রসহ সমস্ত কিছু আগুনে ভস্মিভুত হয়েছে। স্থানীয় ভাবে গ্রামবাসি ২ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বিলকুশাবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শামসুল ইসলাম জানান, হঠাৎ করে একটি শব্দ হবার পর খালেকের ঘরের মধ্যে ধোয়ার সৃষ্টি হয় এবং আগুন ধরে যায়। এ সময় ঘরের ভিতরে কেউ না থাকায় প্রাণ হানির ঘটনাটি ঘটেনি। অন্যান্য জিনিস পাতির সাথে খাট, সোকেচ, আলমিরা, কাথা, বালিশ, জমির মুল্যবান দলিলসহ সব পুড়ে গেছে। ছেলে মেয়েদের জামা কাপুর এবং দুপুরে রান্না করে খাবার মত চাউল পর্যন্ত তাদের ঘরে নেই। সবকিছু হারিয়ে আব্দুল খালেক বাকরুদ্ধ হয়ে পরেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ঘরের মধ্যে আগুন ধরায় গ্রামের অন্যান্য বাড়িঘর বেচে গেছে। শুধু তার ঘরের জিনিস পত্রই পুরেছে। বর্তমানে কৃষক আব্দুল খালেক সব কিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পরেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত সরকারী ভাবে কোন সহযোগিতা আব্দুল খালেক পায়নি বলে জানান। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান বিষয়টি আমাকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি।

(এমএমএইচ/এসসি/আগষ্ট ১২,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test