E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাংনীর ঐতিহ্যবাহি মরা নদীতে মাছের অভয় আশ্রম সৃষ্টি

২০১৫ আগস্ট ১৩ ১৪:২৭:৩৬
গাংনীর ঐতিহ্যবাহি মরা নদীতে মাছের অভয় আশ্রম সৃষ্টি

মেহেরপুর প্রতিনিধি : ৫ একর নদী নিয়ে মাছের অভয় আশ্রম সৃষ্টির মধ্যে দিয়ে মেহেরপুরে দেশী প্রজাতির মাছ উৎপাদনের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেন জেলা প্রশাসন ও মৎস বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের মরা নদীর ৫ একর জমিতে মাছের অভয় আশ্রমের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম সেখানে দেশী প্রজাতি মাছের মন খানেক পোনা অবমুক্ত করে অভয় আশ্রমের উদ্বোধন করেন। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হক সহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম বলেন, দেশী প্রজাতি মাছ উৎপাদনের অভয় আশ্রমের কোনো বিকল্প নাই। সেই লক্ষ্যে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় চরগোয়াল গ্রামের মরা নদীতে মাছের অভয় আশ্রমের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যা মেহেরপুরের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে । এখানো কোনো অসাধু শিকারী বা ব্যবসায়ী মাছ ধরতে পারবে না বলে জানা জেলা প্রশাসক।

জেলা মৎস্য কর্মকর্তা শেখ মেছবাহুল হক বলেন, নদী নালাতে পানি শুকিয়ে যাওয়ার কারনে মেহেরপুরে দেশী প্রজাতির মাছ পাওয়া যায় না। ঐতিহ্যবাহি মরা নদীর যার আয়তন প্রায় ৬ কিলোমিটার। সেখান থেকে বাছাই করে ৫একর জমি নিয়ে বেশ কিছু দিন ধরে মাছের অভয় আশ্রম তৈরি করা হয়েছে। আজ তার কার্যক্রম শুরু করা হলো। তিনি আরো বলেন, এটা সহ জেলার সকল উপজেলাই ৪টি অভয় আশ্রম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।যা দ্রুত সম্পন্ন করা হবে। এর ফলে মেহেরপুরে মানুষ আবারও দেশী প্রজাতির মাছ (কাট মাছের) আসল স্বাদ পিরে পাবে বলে তিনি জানান।

(ইএম/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test