E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অপহরণের ৪দিন পর ঢাকা থেকে উদ্ধার শিশু,আটক ২

২০১৫ আগস্ট ১৩ ১৭:০৮:৩৫
অপহরণের ৪দিন পর ঢাকা থেকে উদ্ধার শিশু,আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ থেকে অপহৃত শিশু অপূর্ব সরকারকে অপহরণের চারদিন পর বৃহস্পতিবার ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের রথিন্দ্র সরকারের ছেলে তৃতীয় শ্রেণি পড়–য়া অপূর্ব সরকার গত রবিবার (৯ আগস্ট) সকালে পাশের শ্যাম রায় বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়ির লোকজন দীর্ঘ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন বেলা ১১ টার দিকে অজ্ঞাত একটি মোবাইল ফোন থেকে অপূর্বর মায়ের মোবাইল নম্বরে তার ছেলে তাদের কাছে আছে বলে জানায়। পরে অপূর্বর মা পান্না রাণী সরকার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।

অপহরণকারীরা আবারো ফোন করে তিনলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। উক্ত বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কিশোরগঞ্জের পুলিশ আনোয়ার হোসেন খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিস সুপার (সদর সার্কেল) ফজলে রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অপহরণকারী চক্রের মূল হোতা রহিমা আক্তার রূহীকে ঢাকার মহাখালী থেকে আটক করে। রহিমা ব্রাহ্মণকচুরি গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর বটতলার একটি বাসা থেকে অপূর্বকে উদ্ধার করে। এ সময় জসিম নামে বাসার ভাড়াটিয়াকেও আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে পান্না রাণী সরকার কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেছেন। অপারাপর জড়িত আসামীদেরও গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে বলে তিনি জানান।

(পিডি/এসসি/আগষ্ট১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test