E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় জাপানী দলের শিশু স্কুল পরিদর্শন

২০১৫ আগস্ট ১৩ ১৮:৪০:২৩
আগৈলঝাড়ায় জাপানী দলের শিশু স্কুল পরিদর্শন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাপানের আর্থিক সহয়তায় বরিশালের আগৈলঝাড়ায় পরিচালিত শিশু স্কুল পরিদর্শন করলেন জাপানের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের সাতশিমুলিয়া গ্রামে জাপানীদের স্কুল পরিদর্শন ও শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স সংস্থার সাতশিমুলিয়া বিডিপি স্কুলে সংস্থার অগানাইজার দানিয়েল জয়ধরের সভাপতিত্বে জাপানীদের স্কুল পরিদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ওই স্কুলের শিশু শিক্ষার্থীরা গ্রাম বাংলার আবহমান চিত্র তুলে ধরে নাটক ও গান পরিবেশন করেন।

এসময় অতিথি জাপানীরাও তাদের দেশের গান পরিবেশন করে এক অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়। এসময় জাপানের মিসেস নরিকো ইনয়ে বলেন, আমার কাছে বাংলাদেশ ভাল লাগে। আমি বাংলাদেশে ২৫ বছর যাবত আসা যাওয়া করি। তার সাথে রয়েছে জাপানের মিওরি ইয়ামাগুচি, রিসা আমিনো, হারুকা ওচি, মিচিকো তয়োকা, ইউরি ওমাওয়া, মিকু ইজাকা, সাই কিবরা সানি ও বিডিপি সংস্থার কো-অডিনেটর আশরাফুজ্জামান ফারুক।

বেসরকারি সংস্থা বেসিক ডেভেলপমেন্ট পার্টনার্স (বিডিপি) মাধ্যমে জেলার আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদীতে শিশু থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৯টি স্কুল পরিচালনা করে আসছে।

(টিবি/এএস/আগস্ট ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test