E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈশবের নিজ মাঠেই সংবর্ধিত হলেন সৌম্য আর মুস্তাফিজ

২০১৫ আগস্ট ১৪ ২২:১১:৩০
শৈশবের নিজ মাঠেই সংবর্ধিত হলেন সৌম্য আর মুস্তাফিজ

সাতক্ষীরা প্রতিনিধি :  ছেলেবেলায়  যে মাঠে তাদের হাতে খড়ি হয়েছে সেখানেই সংবর্ধিত হলেন সাতক্ষীরার দুই ক্রিকেট তারকা সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান । সাতক্ষীরা শহরের সেই গণমুখী মাঠে সহস্র ভক্ত ও অনুরাগীর মাঝে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তারা ।

১২ দিনের ছুটি কাটাতে নিজ গ্রামের মাঠে মাঠে আর ছায়াতরুতলে এসে তারা বারবার মানুষের হৃদয়ছোঁয়া সংবর্ধনা পেয়েছেন । আর এতো মানুষের ভালবাসার জবাবে তারা শুধুই দেশের মানুষের দোয়া চেয়েছেন ।

শুক্রবার বিকেলে সুন্দরবন ক্রিকেট একাডেমি সাতক্ষীরা জেলা শহরের গনমুখীর মাঠে আয়োজন করেছিল এই দুই বরেন্য ক্রিকেটারের সংবর্ধনার । মুস্তাফিজ আর সৌম্যর ক্রিকেট বিষ্ময়ের প্রাথমিক কারিগরদের তত্ত্বাবধানে উপচে পড়েছিল এই মাঠ । লাল সবুজ জার্সি পরা একাডেমির কোমলমতি ক্ষুদে ক্রিকেটারদের সাথে যোগ হয়েছিলেন সব বয়সের মানুষও । তারা বারবার করতালি দিয়ে তাদের ভালবাসা ছুড়ে দিচ্ছিলেন তাদের দিকে । বিশ্বখ্যাত দুই টাইগার একই সাথে ‘ সুন্দরবন ক্রিকেট একাডেমির ’ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন ‘ এই একাডেমি থেকে যেনো আরও ভালো ক্রিকেটারের জন্ম হয় । যে গনমুখী আমাদের হাতে কলমে শিখিয়েছে সেখান থেকে যেনো অনেক ভালো ক্রিকেটার উঠে আসে । তারাও যেন ক্রিকেটকে জয় করে ’ ।

অত্যন্ত সহজ সরল ও হাসিখুশী বিষ্ময় বালক সাতক্ষীরা শহরের কাটিয়ার মুস্তাফিজ তার লাজুক সুলভ বাচনভঙ্গিতে বলেন ‘ আপনারা আমাদের অনেক ভালবাসা দিয়েছেন । আপনাদের ভালোবাসা পেয়েই আমরা এতোদুরে এসেছি । আমাদের আরও অনেক দুর যেতে হবে । যেনো যেতে পারি সেই দোয়া করবেন ’। আর পেরিস্কোপ ব্যাটিংয়ের জনক সৌম্য সরকার তার স্বভাবসুলভ ছোট্ট ছোট্ট কথায় বলেন ‘ আমরা আপনাদের সন্তান । আপনাদের প্রেরণা আমাদের এগিয়ে দিয়েছে । আপনারা আমাদের সাথে থাকলে আর আমরা আপনাদের উৎসাহ পেলে অবশ্যই সাতক্ষীরার সম্মান রেখে ক্রিকেট বিশ্বে আমাদের ভালো অবস্থান তৈরি করে নিতে পারবো আশা করি’। আগে যাদের খুব কম মানুষই চিনতেন তারাই এখন বিশ্বজয়ী এখন ক্রিকেট স্টার । এই গর্বে ভরে ওঠে পুরো মাঠের মানুষ ।

সাধারণ বালক হিসাবে যে মাটিতে ক্রিকেটের শিক্ষা নিয়েছেন দুই বালক সেই মাঠেই তাদের কোচরাও তাদের গলায় তুলে দিলেন ফুলের মালা ।

সুন্দরবন ক্রিকেট একাডেমির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সাবেক ফুটবলার মুনসুর আহমেদ । এতে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন , টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক শেখ আজহার হোসেন ও বরেণ্য ক্রিকেটার সৌম্য সরকারের বাবা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার । এ সময় তাদের দুই কোচ আলতাফ হোসেন ও মুফাচ্ছিনুল হক তপু ছাড়াও গণমুখী সংঘের কর্মকর্তা মুক্তি ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু , ঈদুজ্জামান ইদ্রিস এবং একাডেমির প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন ।

(এএফবি/এসসি/আগষ্ট ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test