E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

২০১৫ আগস্ট ১৫ ১৪:২৯:০৩
নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি :শনিবার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে পালিত হলো নওগাঁয় জাতীয় শোক দিবস। দিবসটি পালনে আওয়ামীলীগ, যুবলীগ,  ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, প্রজন্মলীগ ও মুক্তিযোদ্ধাগন বিস্তারিত কর্মসূচী গ্রহন করে।

জেলা আওয়ামীলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন, শহরের মোড়ে মোড়ে জাতির জনকের ৭ মার্চের ভাষন সম্প্রচার, মসজিদে-মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনাসভা এবং কাঙ্গালী ভোজের আয়োজন করে।

বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপির নেতৃত্বে স্মরন কালের বিশাল এক শোক র‌্যালী শহর প্রদক্ষিন করে। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপিসহ সকল স্তরের কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালীতে উপস্থিত ছিলেন।

অপরদিকে শুক্রবার বিকেলে রানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় মহিলা কলেজ মাঠে বৈদিক আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন, সুভাস চন্দ্র সরকার।

এছাড়া আত্রাইয়ে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোকদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি। পৗর আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি একরাম আলী সাহানার সভাপতিত্বে পিরোজপুর বাজারে আলোচনাসভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

(বিএম/এসসি/আগষ্ট ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test