E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলহাজতে

২০১৫ আগস্ট ১৬ ১৫:৪৭:২৬
কিশোরগঞ্জে নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলহাজতে

কিশোরগঞ্জ প্রতিনিধি: নাশকতার মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।  রোববার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহবুব উল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ আদেশে ক্ষুব্ধ হয়ে তার অনুসারীরা কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৬ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকে সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে রাত ১০ টার দিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মী কিশোরগঞ্জ রেল স্টেশনে ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নি সংযোগ করেন।

এ ঘটনায় কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার এ.কে.এম.আব্দুস ছালাম বাদী হয়ে ইসরাইল মিয়াসহ চিহ্নিত ১৪ জন ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে ঘটনার পরদিন ৭ জানুয়ারি কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আসামী পক্ষের আইনজীবী জালাল উদ্দিন মামলাটি মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করার জন্যই মামলাটি দায়ের করা হয়েছে। তারা এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানান।


(পিকেএস/এসসি/আগষ্ট ১৬,২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test