E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টারের উদ্বোধন

২০১৫ আগস্ট ১৬ ১৬:২৬:৫৮
আগৈলঝাড়ায় শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টারের উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার সেরাল গ্রামে বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর প্রতিষ্ঠিত শহীদ আ. রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রম ও এতিমখানা ভবনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টার’র প্রধান অতিথী হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এমপি আবুল হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত সহকারী খায়রুল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, এ্যাডভোকেট রনজিত সমদ্দার, কাশেমাবাদ মাদ্রাসার অধ্যক্ষ কাওসার আহম্মেদ, বরিশাল ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার রেজা মো. মাসুদ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, মাওলানা মাসুম বিল্লাহ, প্রমুখ।

বক্তারা বলেন অসাম্প্রদায়িক চেতনায় থেকেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২২ মার্চ জ্ঞান-বিজ্ঞানসহ ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্টা করেন। সেই থেকে ইসলামী ফাউন্ডেশন দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তাই ’৭১সনে জাতির জনকের সাথে শহীদ হওয়া আ. রব সেরনিয়াবাতের জন্মভূমিতে তার স্মরণে শহীদ আ.রব সেরনিয়াবাত সাধারণ রিসোর্স সেন্টার উদ্বোধন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার পাশাপাশি ইসলামের জ্ঞানার্জন করে ইসলামকে বিকশিত করতে পারবেন। উদ্বোধন শেষে মাওলানা আবুল কালাম দেয়া পরিচালনা করেন।

(টিবি/এএস/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test