E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরায় সংসদ সদস্যের সংবাদ সম্মেলন

২০১৫ আগস্ট ১৬ ১৮:৪২:৩৬
দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরায় সংসদ সদস্যের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কপোতাক্ষ খননে এবারও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। খোদ মহাজোট সরকারের একজন সংসদ সদস্য 'এ ব্যাপারে সরকার দায় এড়াতে পারেন না' মন্তব্য করে বলেন ‘খননের নামে অর্থের অপচয় সহ্য করা হবেনা’। এর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তিনি।

রবিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে ‘কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটি’ এই অভিযোগ তুলে ধরে জানায়, ২০০৩ সাল থেকে সরকার যতবার কপোতাক্ষ খননে বরাদ্দ দিয়েছেন ততবারই দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এর ফলে কপোতাক্ষ তীরের জলাবদ্ধতা এখন ভয়াল রূপ নিয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় ২০১১ সাল থেকে ২০১৫ পর্যন্ত চার বছর মেয়াদি খনন প্রকল্পে সরকার ২৬২ কোটি টাকা বরাদ্দ দেন। তিন বছর পর এ কাজ শুরু হলেও পাখিমারায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট/ জোয়ারাধার ব্যবস্থাপনা) প্রকল্পের ৬০ ভাগ কাজ না করেই সমুদয় বিল তুলে নেওয়া হয়েছে। এর সাথে জড়িত রয়েছে পানিউন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট ঠিকাদার এবং প্রকল্প সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয় টিআরএমএর দুই পার্শ্বে আপার কপোতাক্ষর ৯০ কিলোমিটার ও লোয়ার কপোতাক্ষর ৯০ কিলোমিটার (সুন্দরবন পর্যন্ত) এক সাথে খনন না করা হলে কপোতাক্ষর অভিশাপ থেকে ৫০ লাখ মানুষ রক্ষা পাবেনা ।

কপোতাক্ষ অববাহিকার চারটি জেলার নয়টি উপজেলার ৫৩টি ইউনিয়ন এর ৫৪৭টি গ্রামের মধ্যে ৪৭০টি প্রতিবছরই জলাবদ্ধতার শিকার উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় এবার আগাম বৃষ্টি নামায় জনভোগান্তি আরও বেশিদিন স্থায়ী হবে।

অবিলম্বে খনন শুরুর আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বিপন্ন মানুষের খাদ্য ও আশ্রয়, মাথাভাঙ্গা ও পদ্মার সাথে কপোতাক্ষ ভৈরব সংস্কার প্রকল্প শুরু, টিআরএমএর ত্রুটি সংশোধন এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনাসহ চার দফা দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলন থেকে কপোতাক্ষ নদ বাঁচানোর দাবিতে আগামী ১৯ আগস্ট বুধবার পাখিমারা বিলে টিআরএম সংশ্লিষ্ট এলাকায় মত বিনিময় ও পরিদর্শন, ২২ অগাস্ট শনিবার সাগরদাঁড়ি, ২৩ অগাস্ট রবিবার মণিরামপুর ঝাঁপা, ২৪ অগাস্ট সোমবার ঝিকরগাছা, বাঁকড়া সমাবেশ এবং ২৬ অগাস্ট বুধবার যশোর জেলা প্রশাসকের অফিস ঘেরাও করা হবে, ০২ সেপ্টম্বর সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন সমন্বয় কমিটির আহবায়ক অনিল বিশ্বাস। এ সময় আন্দোলনের সমন্বয়ক তালা কলারোয়া আসনের ওয়ার্কার্স পার্টি দলীয় সংসদ সদস্য অ্যাড. মুস্তাফা লুৎফুল্লাহ, প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মঈনুল ইসলাম, কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার, ইনসাফ আলি খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে ইকবাল কবীর জাহিদ বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়ামীলীগের শাহীন চাকলাদার, রিন্টু চাকলাদার, বিএনপি'র নূর হোসেন ও দুলু ঠিকাদার সিণ্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকে। তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায় না।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test