E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু :বন্দুকযুদ্ধে নিহত আজিবর

২০১৫ আগস্ট ১৮ ১২:২১:১১
মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু :বন্দুকযুদ্ধে নিহত আজিবর

মাগুরা প্রতিনিধি: মাগুরায় মেহেদী হাসান আজিবর (৩৪) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন।এ সময় ১টি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত একটার দিকে শহরের দরি মাগুরা এতিমখানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক ব্যক্তি খুনের ঘটনার অন্যতম প্রধান আসামি আজিবর ও তার সঙ্গীরা শহরতলির দরি মাগুরা আল-আমিন এতিমখানা এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে মাগুরা ডিবি পুলিশ ও টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে।

এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

এলাকাবাসী লাশ শনাক্ত করে ওই মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর হিসেবে জানান। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি পাইপগান পাওয়া যায়।

গত ২৩ জুলাই শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। এদিকে, গর্ভে থাকা শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।

চাঞ্চল্যকর এ ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test