E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবীর সিকদারের গ্রেপ্তারে নিন্দা বরিশালে

২০১৫ আগস্ট ১৮ ১৪:৪১:০৯
প্রবীর সিকদারের গ্রেপ্তারে নিন্দা বরিশালে

বরিশাল প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে মন্ত্রীর সুনাম ক্ষুণ্নের অভিযোগে গ্রেপ্তার প্রবীর সিকদারের মুক্তির দাবিও জানান তারা।

মঙ্গলবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি এক বিবিৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রবীর সিকাদেরর মুক্তি দাবি করে।

এছাড়া প্রেসক্লাব, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন ও বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথকভাবে একই দাবি জানায়।

রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত বিবিৃতিতে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

পৃথক বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাছিরউদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাওছার হোসেন, সাধারণ সম্পাদক এম সুহাদ প্রমুখ।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে রোববার রাতে ফরিদপুর সদর থানায় স্বপন পাল নামের এক আইনজীবী তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

এর আগেই ঢাকা থেকে প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ফরিদপুরে নিয়ে সোমবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।



(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test