E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

২০১৫ আগস্ট ১৯ ১৪:৩০:৩৩
বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমানের  জনগণের কল্যাণে সার্বিক কর্মকান্ডগুলো এলাকাবাসী চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরন করবে।

সৎ ও সজ্জন হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান সরকারী কর্মকর্তা হিসেবে প্রায় চার বছর বড়লেখা মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তার কাজ জনগনের হৃদয়ে স্থান করে নিয়েছে। শিক্ষা সহ বৃহত্তম হাকালুকি হাওরে পর্যটন কেন্দ্র স্থাপন এবং মাধবকুন্ড জলপ্রপাতে সৌন্দর্য্যকরণে তার ভূমিকার প্রশংসা করা হয়।

মঙ্গলবার (১৮আগষ্ট) রাতে বড়লেখা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনায় বিভিন্ন বক্তা উপরোক্ত মন্তব্য করেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর তাজ উদ্দিনের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায় অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ প্রণয় কুমার দে, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান নছিব আলী, ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ প্রমুখ।

পরে বিদায়ী অতিথিকে ক্রেস্ট সহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

এদিকে, বড়লেখ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান পদোন্নতি পেয়ে সিলেট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক পদে যোগদান করবেন।

(এলএস/এলপিবি/আগস্ট ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test