E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামিন নয়; সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবী

২০১৫ আগস্ট ১৯ ১৭:৩৩:৪৪
জামিন নয়; সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবী

বরিশাল প্রতিনিধি: জামিন নয়; সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে বুধবার সকালে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক শুভঙ্কর চক্রবর্তী, বিএম কলেজ সাংবাদিক এসোসিয়েশন সভাপতি কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিয়া লিটন, বাকেরগঞ্জ প্রেসক্লাব উপদেষ্টা অদ্যাপক আবু জাফর ডাকুয়া, পটুয়াখালীর দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোনে প্রমুখ। শেষে প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

বক্তারা শহীদ পরিবারের সন্তান প্রবীর শিকদারকে সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে আখ্যায়িত করে বলেন, তার বস্তুনিষ্ট সংবাদের কারণে বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে হামলার শিকার হয়ে তিনি পঙ্গুত্ব বরণ করেন। তিনি মনে প্রাণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন। তিনি এমন কি করেছেন, যার জন্য তাকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে রিমান্ড চাইতে হবে। তার ঘটনা একটা রাষ্ট্রিয় তামাশা। একই সাথে বক্তারা আইসিটি আইনের পরিবর্তন আনার জন্যও দাবী জানানো হয়। অপরদিকে বুধবার দুপুরে জামিনে বেরিয়ে সাংবাদিক প্রবীর শিকদার মোবাইল ফোনে বরিশালের সাংবাদিকদের এ কর্মসূচীর জন্য সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(টিবি/আগস্ট ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test