E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুর জেলা আ'লীগ সভাপতি ও পৌরসভার মেয়রসহ ৯ জন কারাগারে

২০১৫ আগস্ট ১৯ ২০:০৫:১৪
শরীয়তপুর জেলা আ'লীগ সভাপতি ও পৌরসভার মেয়রসহ ৯ জন কারাগারে

শরীয়তপুর প্রতিনিধি :শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সিসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শরীয়তপুর পৌরসভার অন্তর্গত আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ একর ৭১ শতাংশ জমি সরকারের অনুমতি ছারা বিক্রি করে প্রায় পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের দায়ে দুদকের মামলায় অভিযুক্ত হয়ে ১ মাস ২০ দিন পলাতক থাকার পর ১৯ আগষ্ট বুধবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক সিনিয়র বিশেষ জজ মো. আতাউর রহমান অভিযুক্তদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

বুধবার সকাল থেকেই শরীয়তপুর আদালত চত্বরে শত শত মানুষ এসে জড়ো হয়। এসময় বিপুল পরিমানের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য কোর্ট চত্বরে সতর্ক অবস্থানে থাকেন। দুপুর ১২টার সময় বিচারক এজলাসে বসার পরে মামলার শুনানী শুরু হয়। প্রথমে আসামী পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। এরপর সরকার পক্ষে দুদুকের পিপি রাশিদুল হাসান মাসুম ও জজ কোর্টের পিপি মির্জা হযরত আলী তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রায় এক ঘন্টা শুনানী শেষে বিচাররক এজলাস থেকে নেমে যান। মধ্যাহ্ন বিরতির পরে বেলা ৩ টার সময় শুনানীর রায় পাঠ করে শুনান বিচারকের পেসকার মো. মাসুম আহমেদ ।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তারো হলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরীয়তপুর পৌর মেয়র আব্দুর রব মুন্সি, বিদ্যালয়ের সদস্য সচিব প্রধান শিক্ষক আনোয়ার কামাল , ম্যানেজিং কমিটির সদস্য ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদার , বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইউব আলী মল্লিক, সদস্য আঃ কুদ্দুস মোল্যা, বিদ্যালয়ের সহাকারি শিক্ষক সুজন সাহা, সংগীতা সাহা, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা ও জমি গ্রহিতা জাহাঙ্গীর আলম । ১২ জন অভিযুক্তর মধ্যে ৫ নং অভিযুক্ত সরকারি চাকুরীজীবী তহশীলদার মজিবুর রহমান, ৭ নং অভিযুক্ত প্রাইমারি স্কুল শিক্ষক আলফাতুন নেছা ও জমিক্রেতা সালাম সরদার আদালতে হাজির না হওয়ায় তাদের গ্রেফতারি পরোয়ানা বহাল রাখেন বিজ্ঞ আদালত। তারা এখনো পলাতক রয়েছেন।

হাজির হওয়ার পূর্ব মুহুর্তে আদালত চত্বরের বাইরে অভিযুক্ত মেয়র আব্দুর রব মুন্সি তার দলীয় সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষনে সকলকে ধৈর্য্য ধারন করার নির্দেশ দিয়ে এই মামলায় তিনি বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, জমি বিক্রির টাকা আত্মসাত করায় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র অপরাধিদের শাস্তি দাবি করে এবং বিদ্যালয়ের জমি ফেরৎ চেয়ে দুদুকের কাছে আবেদন করলে ২০১৪ সালের ৬ আগষ্ট দূর্নীতি দমন কমিশনরে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে শরীয়তপুর সদর থানায় সরকারের বিনা অনুমতিতে জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ এনে দুইটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক গাজী মো. সামসুল অরেফিন প্রায় সাড়ে ৯ মাস পর গত ২৮ মে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে ৮ পৃষ্ঠার একটি অভিযোগপত্র দাখিল করেন। এরপর অভিযুক্ত আসামীদের গত ৩০ জুন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলেও অভিযুক্তরা আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করলে আদালত তা না নামঞ্জুর করে জেলা সিনিয়র বিশেষ জজ মো. আতাউর রহমান আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর গত ১ মাস ২০ দিন সকল আসামী পলাতক ছিলেন।

মেয়র আব্দুর রব মুন্সিসহ অপরাপর আসামীদের বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগপত্র আালত কর্তৃক গৃহিত হওয়ায় গত ১০ আগষ্ট মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার উপ সচিব মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। মেয়র বরখাস্ত হওয়ার ৯ দিন পর আদালতে ৯ অভিযুক্তসহ আত্মসমর্পন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
আসামী পক্ষের আইজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই মামলায় আসামীদের জামিন পাওয়ার মত যথেষ্ট গ্রাউন্ড থাকা সত্বেও মাননীয় আদলত তাদের জামিন না মঞ্জুর করায় আসামীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবে।

সরকার পক্ষের আইনজীবী শরীয়তপুর জজ কোর্টের পিপি মির্জা হযরত আলী বলেন, মামলার ধারা মতে আসমীগন জামিন অযোগ্য হওয়ায় তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

(কেএনআই/এসসি/আগষ্ট১৯,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test