E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনোহরদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

২০১৫ আগস্ট ২০ ১৭:৫৪:১২
মনোহরদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বুধবার  রাত ৮.৩০ টায়  উপজেলার শুকুন্দি ইউনিয়নের সুতালড়ী কান্দা গ্রামে  গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলো- ফারুক মিয়া(৩০) তার বাড়ি মনোহরদী  উপজেলার  নামা গোতাশিয়া গ্রামে। তার পিতার নাম আবু সাঈদ। অপর জন হলো আমজাদ হোসেন(২৮) তার বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুর  গ্রামের মিলন মিয়ার ছেলে।

এ সময় স্থানীয় লোকজন আমিনুল ইসলাম (৩৪) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত দুই ডাকাতের বিরুদ্ধে নরসিংদী জেলার শিবপুর ও বেলাব থানায় নারী নির্যাতন, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৮.৩০ টায় উপজেলার শুকুন্দি ইউনিয়নের সুতালড়ী কান্দা গ্রামে রাস্তায় গাছ ফেলে সিএনজি ও অটোরিক্স্রা আটকিয়ে ডাকাতি করার সময় স্থানীয় লোকজন টেরপায়। টেরপেয়ে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলে দুই ডাকাত নিহত হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে দুটি করে চাপাতি, ছুরা ও রামদা উদ্বার করা হয়েছে।

এ দিকে ডাকাতদের নিয়ে আসা ব্যবহৃত একটি প্রাইভেট কার যাহার নম্বর-নারায়নগঞ্জ-ভ-০২-০১১৭ স্থানীয় উত্তেজিত লোকজন ঘটনা স্থলে পুড়িয়ে দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে নিহত দুই ডাকাতকে উদ্বার করে থানায় নিয়ে আসে।পরে ময়নাতদন্তের জন্য তাদেরকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে মনোহরদী থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন জানান, ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দিলে দুই ডাকাত নিহত হয়।এ ঘটনায় এলাকায় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে এস আই সজল কান্তি পাল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও হত্যাসহ মনোহরদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

(এমএ/এএস/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test