E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রমিক সরদারের হাতে ইউপি সদস্য লাঞ্ছিত

২০১৫ আগস্ট ২০ ১৮:১৮:৫১
শ্রমিক সরদারের হাতে ইউপি সদস্য লাঞ্ছিত

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় শ্রমিক সরদারের হাতে ইউপি সদস্য চান লাঞ্ছিত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ সচিব কক্ষে শ্রমিক সরদারের হাতে ইউপি সদস্য লাঞ্ছিতর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় ৮ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম দরবেশের এলাকায় ১ লাখ টাকা ব্যয়ে শহিদ মৃধার বাড়ি থেকে আনোয়ার মৃধার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান প্রকল্পে সিপিসি হয় ৭নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম চান। শ্রমিক সরদার হিসেবে কাজের দায়িত্ব দেয়া হয় সেরাল গ্রামের সোহরাব সন্যামতকে। জোড়াতালি দিয়ে কোন রকম কাজ শেষ করলেও প্রকল্প সভাপতি তরিকুল ইসলাম চান তাকে দীর্ঘ দিনেও শ্রমিকের টাকা পরিশোধ করেনি। দুপুরে পরিষদের সচিব রুস্তম আলী মিয়ার কক্ষে চানের কাছে টাকা চাইলে চান সোহরাবকে মারধর করে। এসময় শ্রমিক সরদার সোহরাবও চানকে লাঞ্ছিত করে। পরে অন্যান্য ইউপি সদস্যের উপস্থিতিতে শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করে ইউপি সদস্য চান। সদস্য দরবেশ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগ করেন, ৪০ দিনের দ্বিতীয় বরাদ্দে সেরাল স্কুল থেকে দুলু সন্যামতের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মানের কাজ অসমাপ্ত ফেলে রাখে চান। তার প্রকল্প কখনোই পূর্নাঙ্গভাবে শেষ করা হয়না।

(টিবি/এলপিবি/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test