E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪ মাসেও সরানো হয়নি বিধ্বস্ত ওয়্যারলেস টাওয়ার

২০১৫ আগস্ট ২০ ১৮:২৬:০৫
৪ মাসেও সরানো হয়নি বিধ্বস্ত ওয়্যারলেস টাওয়ার

গাইবান্ধা প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারে ঝড়ে বিধ্বস্ত ওয়্যারলেস টাওয়ারটি ৪ মাস অতিক্রান্ত হলেও এখনও সরানোই হয়নি। তদুপরি এখন পর্যন্ত জেলার প্রত্যন্ত এই এলাকার ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা চালু না হওয়ায় টেলিফোন এবং অনলাইনের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে এলাকার জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, ১৯৭৮ সালে সরকার পল্লী অঞ্চলের সাধারণ মানুষের টেলিফোন ও অনলাইনের তাৎক্ষনিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে শোভাগঞ্জ বাজারে একটি ওয়্যারলেস টাওয়ার স্থাপন করা হয়। দীর্ঘদিন ওয়্যারলেস টাওয়ারটি জনগণের সুবিধায় কাজে আসলেও কিছুদিন আগে এই ওয়্যারলেসের বিভিন্ন যন্ত্রাংশ টিএন্ডটি কর্তৃপক্ষ গোপনে রাতের আধারে সুন্দরগঞ্জ উপজেলা হেড কোয়ার্টারে স্থানান্তরিত করে।

এমতাবস্থায় শোভাগঞ্জের ওয়্যারলেস টাওয়ারটি অঘোষিতভাবে মূলত: পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এদিকে গত এপ্রিল মাসে আকস্মিক এক ঝড়ে টাওয়ারটি পাশ্ববর্তী বাসতবাড়িতে ভেঙ্গে পড়ে। এতে কোন প্রাণহানি না হলেও উপজেলার বৃহত্তর শোভাগঞ্জ বাজারে বেচাকেনা করতে আসা লোকজন ও ওই বসতবাড়ির মালিককে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ টাওয়ারটি সরিয়ে না নেয়ায় তা খোঁয়া যাওয়ার সমম্ভবনা রয়েছে বলে এলাকাবাসি জানান।

(আরআই/এএস/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test