E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালের সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, জনমনে আতংক

২০১৫ আগস্ট ২০ ১৮:৪৩:২৫
বরিশালের সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, জনমনে আতংক

বরিশাল প্রতিনিধি: মাত্র কয়েকদিনের ব্যবধানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছেন।

আকস্মিকভাবে অস্ত্রের আনাগোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। খোঁদ নগরবাসীর মধ্যেও এক ধরণের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এসব অস্ত্র কোন পথে বরিশালে প্রবেশ করছে এবং কারা নিয়ে আসছে এমন ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে। পাশাপাশি অস্ত্রসহ আটক ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মেট্রোপলিটন পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে যেসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো খুব ক্ষমতা সম্পন্ন। আর এসব অস্ত্রগুলো কিভাবে অপরাধীদের হাতে আসছে সে বিষয়টি জানতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করেছেন।

সূত্রমতে, গত ১৩ আগস্ট দিবাগত রাতে নগরীর কলেজ এভিনিউ এলাকা থেকে ওমর ফারুক নামের এক যুবককে অত্যাধুনিক কাটা রাইফেল ও গুলিসহ গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওমর ফারুক গাজীপুর জেলার শহীদুল ইসলামের পুত্র।

কোতোয়ালী মডেল থানার এস.আই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিভিন্ন যান তল্লাশী করেন। এসময় ঢাকা থেকে আসা ওমর ফারুকের ব্যাগ তল্লাশী করে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি কাটা রাইফেল (এলজি) এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওইসময় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক। এসব অস্ত্র সাধারণত খুব কম দেখা যায়। আর যাদের কাছে রয়েছে তারা বড় ধরনের কিলার। এ ঘটনার দু’দিন পূর্বে নগরীর তালতলী এলাকা থেকে মজনু নামে এক যুবককে একটি পাইপগান ও কার্তুজসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর আগে গত মাসে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর থেকে একটি অত্যাধুনিক কাটা রাইফেলসহ একজনকে আটক করে পুলিশ। এ ঘটনার পরপরই র‌্যাব-৮ এর সদস্যরা জেলার উজিরপুর উপজেলার ধামুড়া এলাকায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে। পর পর বেশ কয়েকটি অস্ত্র উদ্ধারের ঘটনায় উৎকন্ঠা বেড়ে গেছে বরিশালবাসীর মধ্যে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী বলেন, যেসব অস্ত্র উদ্ধার হচ্ছে তা খুব আধুনিক। এসব অস্ত্র তেমন একটা দেখা যায় না। সঙ্গত কারণে বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে।

র‌্যাব-৮ এর প্রধান লে. কর্নেল ফরিদুল আলম বলেন, বরিশালে নতুন করে অস্ত্র ঢোকার কোন সুযোগ নেই। যেগুলো উদ্ধার হচ্ছে এসব অস্ত্র চিহ্নিত অপরাধীদের কাছে ছিল। নতুন করে হাত বদল হওয়ার কারণে তা আলোচনায় আসছে। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এলপিবি/আগস্ট ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test