E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বড়দহ ব্রীজের উদ্বোধন

২০১৫ আগস্ট ২০ ২০:২১:৩২
গোবিন্দগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বড়দহ ব্রীজের উদ্বোধন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোবিন্দগঞ্জের বড়দহ ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি গোবিন্দগঞ্জ- নাকাইহাট- গাইবান্ধা সড়কে করতোয়া নদীর ওপর ‘বড়দহ’ ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘ দেড় যুগ পর শেষ হয়েছে। এ ব্রীজ উদ্বোধনের পর নদী দুই পাড়ের মানুষ সহ অন্যান্য এলাকার লাখো মানুষ এই ব্রীজের ওপর দিয়ে নির্বিঘেœ চলাচল করে স্বস্থি ফিরে পাবে। ফলে দূর্ভোগের অবসান হলো এ এলাকার লাখো মানুষের।

গোবিন্দগঞ্জ উপজেলার সাথে গাইবান্ধা জেলা সদরসহ তালুককানুপুর, হরিরামপুর ও নাকাইহাট এই ৩টি ইউনিয়নের যোগাযোগ রক্ষাকারী গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কে করতোয়া নদীর বড়দহ এলাকায় একটি ব্রীজ নিমার্ণের দািব গোবিন্দগঞ্জবাসীর দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে ১৯৯৭ সালে এ ঘাটে একটি ব্রীজ নিমার্ণে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলে প্রায় ৪০ ভাগ কাজ হওয়ার পর অর্থ বরাদ্দ অভাবে ব্রীজের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধানে সর্বশেষ প্রায় ১৪ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ২৫৩.৫৬ মিঃ দৈর্ঘ্য ও ৬.১০ মিটার প্রস্ত ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সদরের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার সংযোগ রক্ষাকারী গোবিন্দগঞ্জ-নাকাই-গাইবান্ধা সড়কে করতোয়া নদীর উপর এই বড়দহ ব্রীজ চালু হলে এ পথে চলাচলকারী হাজার হাজার স্কুল, কলেজ মাদ্রাসা, অফিস -আদালত গামী জনগনের দূর্ভোগ কমবে। সেই সাথে অনেক বৃদ্ধ, মহিলা এবং শিশু নৌকায় পারাপার হতে জীবনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। গাইবান্ধা জেলা সদরের সাথে দূরত্বও কমবে প্রায় ১০ কিঃমিঃ।



(এসএডি/এসসি/আগষ্ট ২০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test