E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে নৌকা ডুবে ভাই-বোনের সলিল সমাধি

২০১৫ আগস্ট ২১ ১৩:০৩:৪৫
নড়াইলে নৌকা ডুবে ভাই-বোনের সলিল সমাধি

নড়াইল প্রতিনিধি :নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর বিলে ভ্রমণ করতে গিয়ে অতিবর্ষণে নৌকা ডুবে অন্তরা (১১) ও শাওন (৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
নৌকা ডুবির দুই ঘন্টাপর এলাকার শতাধিক মানুষ খোঁজাখুজির পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আটটার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

মাইজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর জিয়াদুল মোল্যা ও এলাকাবাসী জানান, রামেশ্বরপুর গ্রামের বিল্লাল, ইবাদুল ও তার ভাই মনিরুল মোল্যার ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ ১২জন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রামেশ্বর উত্তরপাড়া বিলে নৌকাভ্রমণ করতে যায়। ভ্রমণের এক পর্যায়ে সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি এবং হালকা বাতাস শুরু হয়। এসময় নৌকাটি দ্রুত তীরে আসতে গেলে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী রামেশ্বরপুর গ্রামের লায়েব আলী (৬০) জানান, ঘটনাস্থল থেকে মাত্র একশ গজ দূরে ছিলেন। নৌকা ডুবির সাথে সাথে তিনি ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধারের কাজ করেন। এসময় মনিরুলের চার মেয়ে সীমা, রীমা, টুম্পা ও রূপা এবং বিল্লালের মেয়ে দিপুসহ ১০ জন উপরে উঠতে পারলেও বিলে এবার পানি বেশি থাকায় অন্তরা ও শাওনকে খুজে পাওয়া যায়নি।

নিখোঁজের পর এলাকার শতাধিক মানুষ দুই ঘন্টা খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

তাদের মৃতদেহ উদ্ধার করার পর দেখা যায় যে, অন্তরা মৃত অবস্থায়ও তার ভাই শাওনকে জড়িয়ে ধরে রেখেছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজেও প্রাণ উৎসর্গ করেছে।

অন্তরা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে এবং শাওন প্রাক-প্রাথমিকে পড়াশোনা করে। আদরের দুটি সন্তানকে হারিয়ে তাদের বাবা-মা ও আত্মীয় স্বজনদের আহাজারিকে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

তাদের এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


(টিএআর/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test