E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারি গুলিবিদ্ধ, ৪ পুলিশ সদস্য আহত

২০১৫ আগস্ট ২১ ১৪:১৯:০৮
কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারি গুলিবিদ্ধ, ৪ পুলিশ সদস্য আহত

সাতক্ষীরা প্রতনিধি :পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারি গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে চার পুলিশ সদস্য। বৃহষ্পতিবার দিবাগত নাত দেড়টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মুনছুর আলীর বাড়ির পাশে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী তৈরি পাইপগান, দু’ রাউণ্ড বন্দুকের গুলি, দু’ রাউণ্ড বন্দুকের গুলির খোসা ও দু’টি রাম দা উদ্ধার করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, বৃহষ্পতিবার দুপুর সোয়া দু’টোর দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জনার্দন ঘোষের ছেলে ব্যবসায়ি নির্মল ঘোষের ছয় লাখ টাকা ছিনতাইকালে জনতা উপজেলার লক্ষীনাথপুর গ্রামের সোহেলউদ্দিন সরদারের (বাটুল) ছেলে শাহীন সরদারকে(২৬) আটক করে পুলিশে সোপর্দ করে । এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় নির্মল ঘোষ বৃহষ্পতিবার রাতে শাহীন সরদারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা (২৪নং) দায়ের করেন। শাহীনকে নিয়ে বাকি টাকা উদ্ধারের জন্য বের হলে বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কৃষ্ণগর গ্রামের মুনছুর আলীর বাড়ির পাশে গেলে শাহীন সরদারের সহযোগি ছিনতাইকারিরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। ১০ মিনিট ব্যাপি সংঘর্ষের পর অন্যরা পালিয়ে গেলেও পুলিশ শাহীন সরদারকে দু’ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

সংঘর্ষে সহকারি উপপরিদর্শক আসাদুজ্জামান, সিপাহী চুন্নু মিঞা(কং নং-২৮৩), সিপাহী শরিফুল ইসলাম (৮৪১)ও সিপাহী হাফিজুল ইসলাম (৪৩৮) আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধ শাহীনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনান্থল থেকে পুলিশ একটি দেশী তৈরি পাইপগান, দু’ রাউণ্ড বন্দুকের গুলি, দু’ রাউণ্ড গুলির খোসা ও দু’টি রাম দা উদ্ধার করেছে। শাহীন সরদারের বিরুদ্ধে গত ১৮ জুন লক্ষীনাথপুর গ্রামের এক সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগে থানায় মামলা রয়েছে।

পুলিশের উপর হামলা , অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় সহকারি উপপরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে শাহীন সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করে শুক্রবার থানায় অস্ত্র আইনে একটি মামলা (২৫নং) দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আলমগীর হোসেন জানান, শাহীনের দু’ পায়ের হাঁটুর নীচে গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করনোর পরামর্শ দেওয়া হয়েছে।


(আরএনকে/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test