E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার সুন্দরগঞ্জ-পীরগাছা সড়কের বেহাল দশা

২০১৫ আগস্ট ২১ ১৮:০৭:৪৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ-পীরগাছা সড়কের বেহাল দশা

গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুরের পীরগাছা যোগাযোগ রক্ষাকারী কাঁচা সড়কটি পূণঃসংস্কারের জরুরী প্রয়োজন।

জানা যায়, স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে কান্দি ভায়া রংপুরের পীরগাছা উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী জনবহুল কাঁচা সড়কটির পূণঃসংস্কার না করায় দৈন্য দশায় পরিণত হয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সড়কটি পাঁকা করণের উদ্যোগ গৃহিত হয়নি। এমনকি পূণঃ সংস্কারাভাবে যোগাযোগে অচলাবস্থা দেখা দিলেও প্রত্যহ হাজার হাজার ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে রংপুরের পীরগাছা উপজেলার সড়ক পথে একমাত্র যোগাযোগ রক্ষাকারী কাঁচা সড়কটি আজও পাকা করণের কাজ শুরু হয়নি। এ সড়ক দিয়ে প্রতিদিন শ’ শ’ যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে করে সময়ের যেমন অপচয় হচ্ছে তেমনি বহনকারী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় ভুক্তভোগী মমতাজ ডাক্তার, শফিকুল মাস্টার, সাইফুল মাস্টারসহ অনেকে জানান স্বাধীনতার পর থেকে সড়কটি পাকাকরণের কথা বলে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ভোট নিয়ে জনপ্রতিনিধি হলেও সড়কটি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আমাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগেই পোহাতে হচ্ছে। সড়কটি পাকা করণ হলে সুন্দরগঞ্জ থেকে পীরগাছা হয়ে বিভাগীয় শহর রংপুর যেতে কমপক্ষে ২০ কিলোমিটার রাস্তার দুরুত্ব কমে যাবে। ইতোমধ্যে ১ কিলোমিটার সড়কে ইটের খোয়া ফেলা হলেও তা অসংখ্য খানা-খন্দে পরিনত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান, সড়কটি পাকা করণের জন্য স্কিম দাখিল করা হয়েছে।

(আরআই/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test