E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ছাত্রকে বলাৎকার,গণপিটুনি দিয়ে মাদ্রাসা শিক্ষককে পুলিশে

২০১৫ আগস্ট ২১ ১৮:৫৬:০৭
সাতক্ষীরায় ছাত্রকে বলাৎকার,গণপিটুনি দিয়ে মাদ্রাসা শিক্ষককে পুলিশে

সাতক্ষীরা প্রতিনিধি :  বাড়ি থেকে ডেকে এনে নয় বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গণপিুটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছার দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজাখানায় এ ঘটনা ঘটে ।

গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষকের নাম মো. আবু সাঈদ ( ৩০) । তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলার আবু দাউদের ছেলে ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, ইটাগাছা দারুল উলুম কওমী মাদ্রাসার হাফিজিয়া ক্লাসের নয় বছর বয়সী এক ছাত্রকে শুক্রবার দুপুর ১২টার দিকে কৌশলে ডেকে নেন শিক্ষক আবু স্ইাদ । পরে তাকে জোরপূর্বক বলাৎকার শুরু করেন । এতে ঘোর আপত্তি জানিয়ে ছাত্রটি চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসেন । তারা তাকে হাতেনাতে ধরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয় ।

তিনি আরো জানান, ছাত্রটির বাড়ি আশাশুনির কলিমাখালি গ্রামে । সে তার মার সাথে ইটাগাছায় ভাড়া বাড়িতে থাকে ।

তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবু সাঈদ নিজের দোষ স্বীকার করে বলেন, আমি যে ভুল করেছি। জানি তার কোন ক্ষমা নেই। আমার এখন মরে যাওয়াই ভালো। আমরা মত ভুল আর জেন কেউ না করে।

এদিকে এলাকাবাসীরা জানান, এর আগেও এমন ঘটনা ওই মাদ্রাসায় ঘটেছে। তাছাড়া কওমী মাদ্রাসা এসব নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকজন ছাত্র আতœহত্যা পথও বেছে নিয়েছিলো।

(আরএনকে/এসসি/আগষ্ট২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test