E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ব্যতিক্রমধর্মী ডুঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ২২ ১৪:২০:৫৫
নড়াইলে ব্যতিক্রমধর্মী ডুঙা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী (তাল গাছ দ্বারা নির্মিত) ডুঙা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকালে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী পাথর ঘাটা বিলে এ বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভওয়াখালী গ্রামবাসীর আয়োজনে পাশ্ববর্তী বাহিরডাঙ্গা বিল থেকে ভওয়াখালী রাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পর্যন্ত দুরত্বে প্রতিযোগিতায় ২০টি ডুঙা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ১ম হয়েছে অরূপ দাসের ডুঙা, ২য় হয়েছে নিরাঞ্জনের ডুঙা ও ৩য় হয়েছে শংকর বিশ্বাসের ডুঙা। প্রতিযোগিতা শেষে নড়াইল পৌরসভার নারী কাউন্সিলর নাজনিন সুলতানা রোজী বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার ২টি লুঙ্গি ও ২টি গামছা, ২য় পুরস্কার ২টি লুঙ্গি ও ২টি গামছা ও ৩য় পুরস্কার ২টি লুঙ্গি তুলে দেন।

আয়োজক ভওয়াখালী গ্রামের মোঃ ইসরাফিল মোল্যা ও মোঃ রফিকুল ইসলাম জানান, বর্ষাকালে বিল প্রধান এলাকার মানুষের চলাচলের অন্যতম বাহন ডুঙা।

কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ডুঙা আজ বিলুপ্তির পথে। এই বর্ষায় একটু বিনোদনের জন্যই ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাজারো দর্শক ব্যতিক্রমধমী এই প্রতিযোগিতা উপভোগ করেন।

(টিএআর/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test