E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকার অপহৃত শিশু চার দিন পর উদ্ধার, গ্রেফতার ১

২০১৫ আগস্ট ২২ ১৫:১০:৫৬
ঢাকার অপহৃত শিশু চার দিন পর উদ্ধার, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি: ঢাকা থেকে সাত বছরের অপহৃত শিশু চার দিন পর বরিশালের আগৈলঝাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে অপহৃত শিশুর মামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর পাইকপাড়া ১০৩/১ স্টাফ কোয়ার্টারের সামনে থেকে ১৯ আগস্ট দুপুরে ওই বাসার বাসিন্দা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক রুহুল আমিনের সাত বছরের শিশু কন্যা ও স্থানীয় ওয়াকাপ স্কুলের ১ম শ্রেণির ছাত্রি তাজমিম ওরফে রূপালীকে অপহরন করা হয়। রুহুল আমিনের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্যা থানার মৃত শওকত আলীর ছেলে। এঘটনায় ওই রাতেই মিরপুর মডেল থানায় রুহুল আমিন বাদী হয়ে তার শ্যালক সাদ্দাম ও শ্যালক স্ত্রী জরিনা বেগমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৯৩ (১৯/৮/১৫)। মিরপুর থানার এসআই নাজমুল ঢাকার গুলশান-২ থেকে লালমনিরহাট জেলা সদরের ডেরাটারি গ্রামের মৃত হাজিতুল্লাহর ছেলে সাদ্দাম হোসেন (৪০)কে গ্রেফতার করলেও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। পরে অপহৃতার পরিবারের স্বজনদের অনুসন্ধানে সাদ্দামের স্ত্রী জরিনা বেগমের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে অভিযান চালিয়ে আগৈলঝাড়া থানার এএসআই পরেশ গতকাল শনিবার বেলা ১১টার দিকে অপহৃত শিশু তাজমিমকে উদ্ধার ও অপহরণের অভিযোগে জরিনাকে গ্রেফতার করে।

আটক জরিনা জানায়, তার বিয়ের পর জানতে পারে স্বামী একজন মাদক ব্যবসায়ি। এর আগেও তার একাধিক বিয়ে রয়েছে। মামলার বাদী রুহুল আমিন তার স্বামীর দুলাভাই। স্বামীর সাথে সংসারের ঝামেলা মেটাতে তার ভাসুরের ছেলে রফিকুল তাজমিমকে জরিনার কাছে আনতে বলে। সে কোন অপহরণ করেনি।

উদ্ধারকৃত তাজমিম জানায়, তার মামি জরিনা তাকে মারধর করেনি। তবে কান্নকাটি করলে তাকে নদীতে ফেলে দেয়ার কথা বলেছিল জরিনা।

(টিবি/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test