E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমঝোতা স্মারক মানছে না বিটিসিএল

২০১৫ আগস্ট ২২ ১৭:০৭:৩৩
সমঝোতা স্মারক মানছে না বিটিসিএল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-ঢাকা মহাসড়ক রক্ষায় রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লিখিত অনুরোধ অমান্য করায় বিটিসিএল’র বিরুদ্ধে জিডি করা হয়েছে।

সমঝোতা স্মারক অমান্য করে মহাসড়কটি খনন করে বিটিসিএল ‘অপটিক্যাল ফাইবার ক্যাবল’ স্থাপন করায় ওই জিডি করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিঃ (বিটিসিএল) ক্ষতিপুরণ ছাড়াই মহাসড়কের শেষ সীমান্তের ১ ফুট ভিতর দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক সম্পাদন করে। ওই চুক্তিতে কয়েকটি শর্তের মধ্যে রয়েছে, ১) সড়ক বাঁধের টো লেবেলে অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন খনন করা যাবে না। সড়কের ‘রাইট অব ওয়ে’ এর শেষ প্রান্ত সীমার ১ ফুট ভিতরে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করতে হবে। কিন্তু সমঝোতা স্মারক অমান্য করে বিটিসিএল রংপুর থেকে পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলায় ভূ-গর্ভস্থ পদ্ধতিতে মহাসড়কের স্পোপ বা হাট সোল্ডার খনন করে ক্যাবল স্থাপন করছে।

এ ঘটনায় রংপুর সওজ’র নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মহাসড়কটি রক্ষায় রংপুরের বিটিসিএলকে লিখিতভাবে অনুরোধ করে। সেইসাথে সড়কটি ৪ লেনে উন্নীতকরণে অপটিক্যাল ফাইবার ক্ষতির হাত থেকে রক্ষায় বিটিসিএলকে নিজ খরচে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি কর্ণপাত করেনি। রংপুরের কাউনিয়া হতে নব্দীগঞ্জ পর্যন্ত ১০/১২ কি.মি মহাসড়কের সোল্ডার কেটে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করার অভিযোগে সওজ রংপুর কোতয়ালী থানায় জিডি করে। জিডি নং- ১১৭৬। অপরদিকে পীরগঞ্জ থেকে রংপুর পর্যন্ত প্রায় ৪০ কি.মি মহাসড়ক একই পদ্ধতিতে খনন করে ক্যাবল স্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সওজ’র নির্বাহী প্রকৌশলী ড. আব্দুল্লাহ্ আল মামুন বলেন, মহাসড়কটির স্পোপ/সোল্ডার খনন করায় অপুরণীয় ক্ষতির আশংকা করা হচ্ছে। বিটিসিএল কথা না শোনায় জিডি করা হয়েছে।

(জিকেবি/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test