E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইজিবাইক চালকদের ইউনিফরম ও পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ

২০১৫ আগস্ট ২২ ১৭:৪০:৫৫
ইজিবাইক চালকদের ইউনিফরম ও পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ২২সড়কে নিরাপত্তা ও শৃংখলা রক্ষার্থে গাড়ী চালানোর সময় ইজিবাইক চালক ও মাহিন্দ্রা চালকদের আলাদা ইউনিফরম পরিধান ও পরিচয় পত্র সাথে রাখার নির্দেশ দিয়েছে গৌরনদী থানা প্রশাসন।

গৌরনদী মডেল থানার নবনিযুক্ত ওসি মোঃ আলাউদ্দিন মিলনের নির্দেশে শনিবার থেকেই গৌরনদীর বিভিন্ন লিংক রোডে চালিত ইজিবাইক ও মাহিন্দ্রা চালকরা নুতন ইউনিফরম পরিধান করে গাড়ী চালানো শুরু করেছেন। একই সাথে তাদের প্রত্যেকের বুকে ঝোলানো রয়েছে ছবিসহ পরিচয় পত্র।

শুক্রবার সন্ধায় তারা গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, গৌরনদী পৌর সভার প্যানেল মেয়র এস এম ফিরোজ রহমান, আশোকাঠি ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ জামাল সিকদার ও সাধারন সম্পাদক আব্দুল মালেক।

ওসি জানান, চালকদের আলাদা ইউনিফরম ও পরিচয় পত্র থাকার কারণে সড়কে কিছূটা হলেও নিরাপত্তা ও শৃংখলা বহাল থাকবে। এটা চালক ও যাত্রীদের জন্য কল্যাণকর। উন্নত দেশের ন্যায় আমাদের দেশেও নিরাপত্তা বাহিনীসহ কিছু কিছু সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আলাদা ইউনিফরম রয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই দ্রুত এ বিধান চালু করা দরকার বলে ওসি জানান।

(বিএসবি/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test