E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পুরস্কার বিতরণী

২০১৫ আগস্ট ২২ ১৮:০৫:২৫
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পুরস্কার বিতরণী

দিনাজপুর প্রতিনিধি :জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরী করতে হলে তোমাদেরকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমাদেরকে বড় হতে হবে। শিক্ষককে সম্মান করতে হবে, সমাজ ও দেশ সমন্ধে তোমাদের জানতে হবে এবং প্রচুর পড়াশোনা করতে হবে।

আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ নাট্য সমিতি হলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “সুন্দর হাতের লেখা ও ছবি আঁকা” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিসি উপরোক্ত কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাঃ শাখাওয়াত হোসেন, পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ আহাদ আলী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ আলতাফুজ্জামান মিতা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম লিটন।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সবুর, প্রদীপ, জয়ন্ত, ফারহানা শারমিন রিনা, কালাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মোঃ ইরতিজা রাইয়ান। শেষে প্রধান অতিথি প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেল। #

(এজে/এসসি/আগস্ট২২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test