E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে জন্মস্থান নড়াইলে স্মরণসভা

২০১৫ আগস্ট ২২ ১৯:২২:৫৫
ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে জন্মস্থান নড়াইলে স্মরণসভা

নড়াইল প্রতিনিধি: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জীর মৃত্যুতে তার মামাবাড়ি নড়াইলের তুলারামপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে তুলারামপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে শুভ্রা মুখার্জীর স্মরণে একমিনিট নিরাবতা পালন, তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এসময় স্মরণ সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মহসীন মোল্যার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তুলারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোল্যা, সাধারণ সম্পাদক অভ্র কুমার বিশ্বাস, শুভ্রা মুখার্জীর মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানী, বিদ্যোৎসাহী সদস্য সাধন কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য যে, নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মেয়ে শুভ্রা মুখার্জীর শৈশব কেটেছে মামাবাড়ি তুলারামপুরে। গত দুই বছর আগে তিনি স্বামী প্রণব মুখার্জীকে নিয়ে জন্মভিটায় বেড়াতে আসেন। তার সহযোগিতায় মামা বাড়ি এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ভবন, একটি কলেজে ৫ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল এবং তিনটি মন্দির নির্মাণ করা হয়।

(টিএআর/এলপিবি/আগস্ট ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test