E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

২০১৫ আগস্ট ২২ ২০:৪৩:২৪
শাহজাদপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপপুর চরপাড়া গ্রামের  ছিদ্দীক ব্যাপারী (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিহতের বড়ভাই সুম্মাত ব্যাপারী নিহতের শ্বশুর বাড়ির লোকজনকে দায়ী করছেন। শনিবার দুপুরে নিহতের লাশ শাহজাদপুর থানা পুলিশ উদ্ধার করেছে।

থানা পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত দশ বছর পূর্বে উপজেলার দ্বাবারিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে স্বপ্নার সংগে মোকছেদ আলী ব্যাপারীর ছেলে ছিদ্দীকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন সব সময় নিহতের পরিবারের সংগে ঝগড়া বিবাদ করে আসছিল।

নিহতের পরিবার আরো জানায় ছিদ্দীকের শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে দিয়ে ছিদ্দীকসহ পরিবার বেশ কিছু লোকজনকে আসামী করে নারী নির্যাতন মামলা করে হয়রানিও করেছে। উপায়ান্তর না দেখে ছিদ্দীক সংসারে সুখ আনার জন্য বাবা মা ভাইদের ছেড়ে স্ত্রী কন্যাকে নিয়ে রুপপুর চরে ৩ শতক জায়গা কিনে নতুন করে বাসা বাঁধে। গত শুক্রবার স্বামী স্ত্রী ঝগড়া করে স্ত্রী স্বপ্না বাবার বাড়িতে চলে আসে। ছিদ্দীক রাতে স্ত্রী কন্যাকে বাড়িতে ফেরত নিতে শ্বশুর বাড়ি আসলে স্ত্রী স্বপনা ও শ্বশুর বাড়ির লোকজন এক পর্যায়ে তাকে বেদম মারপিট এবং স্বাসরোধ করে। ছিদ্দীক আকষ্মিক ভাবে মারা গেলে শ্বশুর বাড়ির লোকজন তার বাড়ির ঘরের মধ্যে আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এলাকাবাসীরা খবর দিলে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শাহজাদপুর থানা পুলিশ আরো জানান, নিহতে শরীরে দু একটি আঘাতের চিহ্ন থাকলেও তার ঘাড় মটকানো ও প্রস্রাবের রাস্তায় রক্তক্ষরণ অবস্থায় পাওয়া গেছে।

নিহতের বড় ভাই সুম্মাত আলী ব্যাপারী দাবি করে বলেন, আমার ভাইকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার চালাচ্ছে।

নিহতের স্ত্রী স্বপনা বেগম জানান, আমার স্বামীকে আমার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে নিজেদের দোষ ঢাকার জন্য আমাকে এবং আমার বাবার বাড়ির লোকজনের ওপর দোষ চাপাচ্ছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।


(এসএস/এসসি/আগস্ট২২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test