E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

২০১৫ আগস্ট ২২ ২১:৪৪:১২
সাতক্ষীরায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি :‘ মাদকমুক্ত সাতক্ষীরা ’ গড়ার ডাক দিয়েছেন জাতীয় অধ্যাপক ডা. এমআর খান ।  শনিবার সকাল ১০টায় সাতক্ষীরায় আয়োজিত মাদকবিরোধী  এক র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তৃতা করেন ।

তিনি বলেন,মাদক সমাজের বড় শত্রু। এই শত্রু সবাই মিলে রুখতে হবে বলে উল্লেখ করেন তিনি । আগামি তিন থেকে ছয় মাসের মধ্যে সাতক্ষীরা জেলাকে সম্পুর্ণ মাদকমুক্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করে ডা. এমআর খান আরও বলেন একটি সুস্থ সমাজ গড়তে হলে মাদককে প্রতিহত করতে হবে ।

এর আগে শহীদ রাজ্জাক পার্ক থেকে শুরু হয় মাদকবিরোধী র‌্যালি । শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি ফের ফিরে আসে একই স্থানে ।


র‌্যালি ও সমাবেশে আরও অংশ নেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুলল্লাহ, সদর সার্কেরের সহকারি পুলিশ সুপার আনোয়ার সাঈদ , সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ লিয়াকত পারভেজ , সমাজকর্মী শেখ আজহার হোসেন , বেসরকারি সংস্থা চেতনা সম্পাদক একরামুল কবির খান , স্বদেশ পরিচালক মাধব দত্ত প্রমুখ ।


(আরএনকে/এসসি/আগস্ট২২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test