E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায়  বিনা খরচে ক্যান্সার নির্ণয়  শিবির

২০১৫ আগস্ট ২২ ২১:৪৬:৩১
সাতক্ষীরায়  বিনা খরচে ক্যান্সার নির্ণয়  শিবির

সাতক্ষীরা প্রতিনিধি :‘ ক্যান্সার মানে মৃত্যু নয় ’ এমন প্রত্যয় ব্যক্ত করে  বিনা খরচে একদল ভারতীয় চিকিৎসক সাতক্ষীরায় ক্যান্সার নির্ণয় সেবা দিয়েছেন । 

শনিবার দিনভর সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ক্যান্সার রোগ সচেতনতা ও নির্ণয় শিবিরের। ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ক্যান্সার রিসার্চ এন্ড ওয়েলফেয়ার সেন্টার এই সেবা দেয় । সাতক্ষীরার তিন শতাধিক নারী পুরুষ এই সেবা নেন ।

ডা. প্রবীর বিজয় করের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল রোগীদের পরিক্ষা করেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন । সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে একদিন ব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয় ।

এর আগে ক্যান্সার সচেতনতা বিষয়ক এক সমাবেশে ভারতীয় চিকিৎসক ড. রনজিত মন্ডল বলেন ‘সচেতন না হলে কখন কার দেহে ক্যান্সার বাসা বাধে তা নিশ্চিত করে বলা যায় না ।

মানুষ এখন ক্যান্সার জয়ী উল্লেখ করে তিনি বলেন, সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে ক্যান্সার ভালো হয়ে যায়’ । পশ্চিমা দেশগুলির তুলনায় বাংলাদেশে ক্যান্সারে মৃত্যু হার অপেক্ষাকৃত কম উল্লেখ করে তিনি বলেন, ক্যান্সারের প্রথম পর্যায়ে চিকিৎসা দিতে পারলেই শতকরা ৯০ ভাগ রোগী সুস্থ হয়ে যায় । এছাড়া প্রতিরোধমুলক ব্যবস্থা নিলে শতকরা ৪০ ভাগ মানুষের ক্যান্সার আটকানো সম্ভব’ বলেও উল্লেখ করেন তিনি । নিয়মিত ব্যায়াম,পরিমিত খাদ্য গ্রহন , মাদক পরিত্যাগের পাশাপাশি গ্রীলড মাংস, টিনজাত মাছ , শুটকি মাছ প্রত্যাখান করে ক্যান্সার রোধ করা যায় বলেও জানান তিনি । চিকিৎসক দলটির অন্যান্য সদস্যরা হলেন ডা. জন ম্যাথিউ, ডা. গৌতম ঘোষ, ডা. অমিতাভ রায়, ডা. টিকে দাস , ডা. হেনা কারিয়া, ডা. পিকে দাস ও ডা. গৌতম মিস্ত্রি ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এহতেশামুল হক , প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সমাজ সেবক শেখ আজহার হোসেন , ভারতীয় ডা. প্রবীর বিজয় কর , সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী , প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ ।

রোববার চিকিৎসক দলটি খুলনা ও সোমবার বাগেরহাটে একই সেবা দেবেন বলে জানিয়েছেন ।


(আরএনকে/এসসি/আগস্ট২২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test