E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে: হুইপ মো: শাহাব উদ্দিন এমপি

২০১৫ আগস্ট ২৩ ১৩:১২:১৭
শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে: হুইপ মো: শাহাব উদ্দিন এমপি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, সমকালীন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে হবে।

হুইপ শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই পোপ দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়ে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদেরকে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত হলে দেশ, জাতি উন্নত ও অগ্রসর হবে। তাই বর্তমান সরকার শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছেন। শুধু তাই নয় নারীদের শিক্ষিত করতে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ করেছে। মা শিক্ষিত না হলে জাতি কখনও শিক্ষিত ও উন্নত হতে পারে না। তাই নারীদের শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ আরো বলেন, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। মানসম্মত শিক্ষাই প্রকৃত শিক্ষা। জীবিকার জন্য শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারেনা। জীবনের জন্য শিক্ষা হতে হবে। জীবনের জন্য শিক্ষা, এ মানসিকতা নিয়ে পড়ালেখা করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে মাদক থেকে দূরে থাকার আহবান জানিয়ে বলেন, অনেক মেধাবী ছাত্র মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে। মাদকের দিকে গিয়ে নিজেকে শেষ করোনা। তোমাদের রয়েছে অফুরন্ত সোনালী সময়। এ সময়কে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে স্কুলের সভাপতি ফাদার দীপক কস্তার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বেলাল আহমদ, শিক্ষার্থী তারিন আক্তার এবং রকি পঃস্না’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, জেলা যুবলীগ সহ-সভাপতি কামরান চৌধুরী, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, ডিমাই সঃ প্রাঃ বি’র প্রধান শিক্ষক সাবরিনা সুলতানা, ডিমাই ইয়াকুবিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল মৌলনা ফরিদ উদ্দিন, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, মিশনের পাল পুরোহিত সহকারী ফাদার পাউলুস প্রমুখ।

(এলএস/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test