E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে অটোরিক্সার সাথে বাসের সংঘর্ষ: পুলিশসহ নিহত-৩, আহত ২

২০১৫ আগস্ট ২৩ ১৫:৫১:১৪
গৌরনদীতে অটোরিক্সার সাথে বাসের সংঘর্ষ: পুলিশসহ নিহত-৩, আহত ২

বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রবিবার সকালে পুলিশের চেকপোস্টে অটোরিক্সার সাথে দ্রুতগামী পরিবহনের মুখোমুখী সংঘর্ষে পুলিশ কনস্টবলসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন- গৌরনদী হাইওয়ে থানার কনস্টবল জাহিদ হোসেন (২৬), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাদা শরীফ (৪৫) ও অটোরিক্সার যাত্রী ঢাকার ব্যবসায়ী সিরাজ সরদার (৬০)। আহতরা হলো- অটোরিকসা চালক নজরুল ইসলাম (৩৫) ও পথচারী রেশাত শরীফ (১২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে হাইওয়ে থানা পুলিশের চেকপোস্ট অতিক্রমকালে বরিশাল থেকে যশোরগামী কে. এম পরিবহনকে (ঢাকা মেট্রো-ব-১৪-৭১২৮) সিগন্যাল দেয় পুলিশ। এসময় ব্রেক কসতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি বিপরীতদিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী বিল্বগ্রামের বাসিন্দা ব্যবসায়ী সিরাজ সরদার, চেকপোস্টে কর্মরত হাইওয়ে থানার কনস্টবল জাহিদ হোসেন ও পথচারী দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহজাদা শরীফ নিহত হন। গুরুতর আহত অটোরিক্সা চালক নজরুল ইসলামকে বরিশাল শেবাচিম ও নিহত শাহজাদার ছেলে পথচারী রেশাত শরীফকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test