E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘট

২০১৫ আগস্ট ২৩ ১৬:০০:০৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধর্মঘট

বরিশাল প্রতিনিধি: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল পূণঃনির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.এ. কাইয়ুম জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের (স্থায়ী ক্যাম্পাস) একাডেমীক ভবনের সামনে এ কর্মসূচী শুরু করে চলে দুপুর একটা পর্যন্ত। এ সময় পূর্বঘোষিত বিভিন্ন অনুষদের পরীক্ষা ব্যতীত সব ক্লাস স্থগিত রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

তিনি আরও জানান, ছয়টি অনুষদের ১৮ বিভাগের ১’শ শিক্ষক শুধুমাত্র তাদের ন্যায্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

(টিবি/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test