E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬০ লাখ টাকার সড়ক ৪ মাসেই বিধ্বস্ত

২০১৫ আগস্ট ২৩ ১৭:০২:৪১
৬০ লাখ টাকার সড়ক ৪ মাসেই বিধ্বস্ত

বরিশাল প্রতিনিধি: নিম্নমানের কাজের কারণে বরিশালের আগৈলঝাড়ায় ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের সড়ক সংস্কার কাজ শেষের ৪ মাসের মধ্যেই তা বিধ্বস্ত হয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ায় পথে। বরিশাল সওজ কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেয়া হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

সওজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দিপাড় থেকে ফুল্লশ্রী পর্যন্ত উপজেলা সদরের ৩.২০ কি.মি সড়ক সংস্কারের জন্য ৫৯ লাখ ৪৬ হাজার ব্যয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ চলতি বছরে প্রথম দিকে টেন্ডার আহবান করে। টেন্ডারে তালুকদার এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১৪ জানুয়ারী কার্যাদেশ দেয়া হয়।

কার্যাদেশ পেয়ে চলতি বছরের ১৪ এপ্রিল তারা সংস্কার কাজ শেষ করে।

তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি না করে বড় অংকের লাভ নিয়ে স্থানীয় এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়। ফলে বাস্তবায়নকারি বেশি লাভের জন্য নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে সংস্কার কাজ করেন। এছাড়াও পাইলিং গভীর না করায় কাজ শেষের ৪ মাসের মধ্যে সড়ক বিধ্বস্ত হয়ে পরেছে। সংস্কারের সময় সওজের কর্মকর্তারা নিম্নমানের কাজ দেখলেও অজ্ঞাত কারণে তারা কোন প্রতিবাদ করেননি। সড়ক বিধ্বস্ত হওয়ায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাতে এই সড়ককে ঘটছে অহরহ দুঘর্টনা। বরিশাল সওজ কর্তপক্ষকে এ ব্যাপারে একাধিকবার জানানো হলেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যপারে সওজের উপ-সহকারী প্রকোশলী মো.মোতালেব মিয়া সাংবাদিকদের জানান, আমি মে মাসে যোগদান করেছি। আমার পূর্বে সাওখাত নামে এক উপ-সহকারী প্রকোশলী ওই কাজের দায়িত্বে ছিলেন। তিনি কি করেছেন তা আমার জানা নেই।

(টিবি/এলপিবি/আগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test