E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সুপ্রর আলোচনা সভা

'দক্ষিণ উপকূলীয় মানুষের ভাগ্যোন্নয়নে আরও কর্মসূচি চাই'

২০১৫ আগস্ট ২৩ ১৭:১৪:২১
'দক্ষিণ উপকূলীয় মানুষের ভাগ্যোন্নয়নে আরও কর্মসূচি চাই'

সাতক্ষীরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের শিকার বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে চলতি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আরও কর্মসৃুচি গ্রহণের সুপারিশ করা হয়েছে।

দারিদ্র দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে এসব কর্মসূচি অন্তর্ভুক্ত না হলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণতকরণ সহজ হবে না বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট জনেরা। এ প্রসঙ্গে তারা কর্মসংস্থান সৃষ্টি, মান উন্নত শিক্ষা, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা , জনসংখ্যা বৃদ্ধি রোধ, বৃক্ষরোপন, মৎস্য ও কৃষি সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন ।

রবিবার সাতক্ষীরা অফিসার্স ক্লাবে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন আয়োজকরা। মুক্ত আলোচনায় বক্তব্য দিতে যেয়ে তারা আরও বলেন সুন্দরবন রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ, নদী খনন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়োজন রয়েছে। এছাড়া সামাজিক দুর্নীতি দূরীকরণ, জলবায়ু তহবিলের স্বচ্ছ ব্যবহার ও সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে দেশের দক্ষিণাঞ্চল পেছনে পড়ে থাকবে বলে জানান তারা। এসব খাতে আরও বেশি অর্থ বরাদ্দেরও সুপারিশ করেন তারা।

বক্তারা আরও বলেন সামাজিক বিশৃংখলা রোধ, রাজনৈতিক স্থিতিশীলতা, মাদকরোধ, সন্ত্রাস দমন, জঙ্গিত্ব দমনসহ নানামুখী কর্মসূচি হাতে নেওয়া প্রয়োজন। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসব বিষয়ে সুনির্দিষ্টভাবে আলোকপাত করার ওপর জোর দেন তারা। পরিবর্তিত জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করে সুধিজনরা বলেন দেশের দক্ষিণাঞ্চলে কৃষি জমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষের অশুভ প্রবণতা রোধ করা জরুরি।

সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সুপ্রর কেন্দ্রীয় চেয়ারপার্সন আহমেদ স্বপন, পরিচালক সুব্রত বাড়ৈ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, বেসরকারি সংস্থা স্বদেশ পরিচালক মাধব দত্ত, সাংবাদিক সুভাষ চৌধুরী, অধ্যাপক আনিসুর রহিম, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মো. আবু জাফর, জোসনা আরা, কলেজ শিক্ষক মোবাশ্বেরুল হক জ্যোত, টিআইবির এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ প্রমুখ।

(আরকে/পি/অাগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test