E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুলিশ প্রশিক্ষণ

২০১৫ আগস্ট ২৩ ১৭:১৯:২১
সাতক্ষীরায় পুলিশ প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের মানবাধিকারসহ বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে পাঁচদিন ব্যাপি প্রশক্ষিণ শুরু হয়েছে। রবিবার থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

রবিবার সকাল ১০ টায় শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালায় উদ্ভোধনী বক্তব্যে দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি তার বক্তৃতায় বলেন, সবাইকে সফলতার সাথে প্রশিক্ষণ কর্মশালা শেষ করে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ লাইন্স’র পরিদর্শক মো: আব্দুল লতিফ।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মোট ২৪ জন উপপরিদর্শক ও সহকারি উপপরিদর্শক অংশগ্রহণ করছে। প্রশিক্ষণার্থীদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হবে।

(আরকে/পি/অাগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test