E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় গ্রীম্মকালিন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

২০১৫ আগস্ট ২৩ ১৯:০৫:০৭
গাইবান্ধায় গ্রীম্মকালিন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদের উদ্যোগে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীম্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ঐতিহ্যবাহী এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার বানু শিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন ও এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জুনদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রাজু। এসময় উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৬ থেকে ২৩ অাগস্ট পর্যন্ত উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এ খেলায় অংশগ্রহণ করেন। এতে সমাপনী খেলায় ফুটবল (বালক) চ্যাম্পিয়ন বাসুদেবপুর স্কুল এন্ড কলেজ ও রার্নারআপ সিনিয়র ফাজিল মাদ্রাসা। ফুটবল (বালিকা) চ্যাম্পিয়ন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় ও ফুটবল রার্নারআপ সিনিয়র ফাজিল মাদ্রাসা। হ্যান্ডবল (বালিকা) চ্যাম্পিয়ন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় ও বেংগুরিয়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালক) চ্যাম্পিয়ন গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও এসমএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয় ও বেংগুলিয়া হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয় বিজয়ী হন।

(আরই/পি/অাগস্ট ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test