E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় গণপিটুনিতে নিহত ২

২০১৫ আগস্ট ২৪ ১৩:১৯:৫৫
সাতক্ষীরায় গণপিটুনিতে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় কালিগঞ্জে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
চিংড়িখালিতে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা পরবর্তী এই গণপিটুনির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের আশরাফ মীর (৬০) ও তার সহযোগী একই এলাকার ইসহাক আলী (৪৮)। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপ গান ও তিনটি তাজা বোমা উদ্ধার করে।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল জানান, বিগত ২০০৪ সাল থেকে কালিগঞ্জের বৈরাগিরচক-চিংড়িখালী ভূমিহীন পল্লির ৯’শ বিঘা সরকারি খাস জমিতে ৪৪৬টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছেন। ‍

‘সোমবার ভোরে কালিগঞ্জের কাজলা কাশিবাটি গ্রামের চিহ্নিত ভূমিদস্যু আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী চিংড়িখালী ভূমিহীন পল্লি থেকে বসবাসকারীদের উচ্ছেদের উদ্দেশে আকস্মিক হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।’

পল্লির বাসিন্দারা জানান, হামলাকারীরা কমপক্ষে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা গুলিও ছোড়ে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আশরাফ মীর, তার সহযোগী ইসহাক আলী ও আবু বকরকে অস্ত্র ও বোমাসহ ধরে ফেলে । তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ তাদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকাল ১০ টার দিকে আশরাফ মীর ও ইসহাক আলী মারা যান। আহত আবু বকরের অবস্থা আশংকাজনক।

(ওএস/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test