E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মাস ব্যাপি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

২০১৫ আগস্ট ২৪ ১৪:০৯:০৫
আগৈলঝাড়ায় মাস ব্যাপি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপি উপজেলা সদরসহ পাঁচটি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল সোমাবার সমাপ্ত হয়েছে।

গতকাল সোমবার ১ নং রাজিহার ইউনিয়নের উদ্যোগে সকাল ১১টায় বাশাইল কলেজ হল রুমে ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা আ’লীগ নেতা ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, বাশাইল কলেজ অধ্যক্ষ রনজিৎ বাড়ৈ খোকন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগ নেত্রী শেফালী রানী সরকার, উপজেলা আ’লীগ নেতা নুরুল হক মোল্লা, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ. রশিদ সিকদার, উপজেলা সেচ্ছাসেকলীগ সভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আ’লীগ সাবেক সভাপতি অমূল্য রতন হালদার, যুবলীগ সভাপতি জাকির তালুকদার, রফিকুল তালুকদার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মতিউর রহমান হাওলাদার, শ্রমিকলীগ সভাপতি মুরাদ সিকদার, ছাত্রলীগ সভাপতি জগদীশ ভক্ত প্রমুখ নেতৃবৃন্দ। পরে ’৭১ এর ১৫ আগষ্ট সকল শহীদ স্মরণে আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্টিত হয়।

এদিকে ১৫ আগষ্ট উপজেলা সদরে উপজেলা প্রশাসন, আ’লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের পর ১৯ আগষ্ট রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া স্কুল মাঠে, ২০ আগষ্ট গৈলা ইউনিয়নের শিশু নিকেতনে, ২১ আগষ্ট বাকাল ইউনিয়নের কোদালধোয়া স্কুল হল রুমে, ২৩ আগষ্ট বাগধা ইউনিয়নের হাজির ভিটা কওমী মাদ্রাসায় জাতীয় শোক দিবসের অনুরূপ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


(টিবি/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test