E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পীরগঞ্জের অগ্নিদগ্ধ রেইন মারা গেল ,স্বামী গ্রেফতার

২০১৫ আগস্ট ২৪ ১৪:১৪:৪৭
পীরগঞ্জের অগ্নিদগ্ধ রেইন মারা গেল ,স্বামী গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের পীরগঞ্জে পাষন্ড স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ রেইন বেগম (২৪) ২১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মারা গেছেন। গত রোববার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। গত ২ আগষ্ট রেইনকে তার স্বামী শরীরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় তার স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আর্থিক সহায়তাকারী সুত্রে জানা গেছে, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শরিফেরপাড়া গ্রামের আব্দুল হান্নানের কন্যা রেইনের সাথে মিঠিপুর ইউনিয়নের গবরা কুতুবপুর গ্রামের আব্দুল খালেকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের ১ লক্ষ টাকার জন্য চাপ দিয়ে আসছিল। ইতিমধ্যে তাদের সংসারে একটি সন্তানও আসে। যৌতুকের টাকা দিতে রেইনের বাবা অপারগতা প্রকাশ করলে খালেক তার স্ত্রীর উপর প্রায়শই নির্যাতন করে। একপর্যায়ে গত ২ আগষ্ট ভোর রাতে পরিকল্পিতভাবে পাষন্ড স্বামী খালেক তার ঘুমন্ত স্ত্রী রেইনের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে রেইন স্বামীর সামনে বাঁচাও বাঁচাও চিৎকার দিলেও স্বামীর মন এতটুকু গলেনি বরং রেইনের চিৎকারে প্রতিবেশিরা যখন এগিয়ে এসেছে ততক্ষনে রেইনের বুকের নিচ থেকে সম্পূর্ন অঙ্গ প্রতঙ্গ ঝলসে গেছে। এরপর এলাকাবাসীর সহায়তায় তাকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

রেইনের পরিবার দরিদ্র হওয়ায় তার সুচিকিৎসা বাঁধাগ্রস্থ হয়। একপর্যায়ে পীরগঞ্জের জনৈক্য মামুনুর রশীদ মেরাজুল নামের এক ব্যক্তি রেইনের চিকিৎসায় প্রথমে এগিয়ে আসে। পরে রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন, রংপুর জেলা পরিষদ, জেলা ও পীরগঞ্জ উপজেলা সমাজসেবা দফতর, আরডিআরএস এর আর্থিক সহায়তায় ১৭ দিন পর গত বুধবার রেইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেল ৫টার দিকে সে মারা যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা, ওসি (তদন্ত) মোকছেদ আলী জানান, ঘটনার দিনেই বিশেষ কৌশল অবলম্বনে রেইনের পাষন্ড স্বামী খালেককে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ঢাকা থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে আনা হচ্ছে বলে জানা গেছে।

(জিকেবি/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test