E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

২০১৫ আগস্ট ২৪ ১৮:২৮:৩৯
সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি :‘পাহাড়, সমতল, উপকূলে-গাছ লাগাই সবাই মিলে’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন, বন ও কৃষি বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।

উদ্বোধনী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মো. মঈনুদ্দিন খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। মেলায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষ মেলার ১৭টি নার্সারিসহ জেলার কয়েকটি দপ্তর এ মেলায় অংশ নিয়েছে। স্টল সংখ্যা মোট ৩১টি। মেলায় পাওয়া যাচ্ছে দেশি বিদেশী হাইব্রীড ভারতীয় কমলা, চায়না কমলা, স্টবেরী লিচু, বেদানা, ডালিম, বারুই পুরি পিয়ারা, আভসড়া, জলপাই, কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ। এছাড়া মাশরুম এবং অর্কিড, ক্যাকটাস ও বনসাই প্রদর্শনীর জন্য রয়েছে আলাদা আলাদা স্টল। নার্সারির স্টল থেকে টবের চারা ও কলম বিক্রয় করা হচ্ছে। বন বিভাগের স্টল থেকে প্রতিটি চারা বিক্রয় করা হবে পাঁচ টাকায়। আগামী ৩০ আগস্ট পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।

(আরএনকে/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test