E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজিজ খুনের আসামীরা মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি

২০১৫ আগস্ট ২৫ ১৫:৫৮:৪৬
আজিজ খুনের আসামীরা মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখার হাকালুকি হাওর পারের দরিদ্র কৃষক আব্দুল আজিজ খুনের আসামীরা এবার মামলা তুলে নিতে স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দিচ্ছে।

স্বামী হত্যার বিচার পেতে এতিম সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে সাড়ে ৪ বছর ধরে মামলা চালাচ্ছেন অসহায় বিধবা রায়না বেগম। স্বাক্ষী পর্যায়ে এসে আসামীদের হুমকি ধমকিতে মামলার ভবিষ্যত নিয়ে তিনি চরম উদ্বিগ্ন।

গত ২১ আগষ্ট রায়না বেগম আসামীদের বিরুদ্ধে থানায় জিডি করায় তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। খুনীদের অব্যাহত হুমকিতে রায়না বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা গেছে, বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পারের সুজানগর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল নাজির খাঁ গ্রামের মৃত ইছবর আলীর ছেলে বর্গাচাষী কৃষক আব্দুল আজিজের সাথে চাচাতো ভাইদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১১ সালের ১৬ এপ্রিল সকালে আব্দুল আজিজ বিরোধপূর্ণ জমির উপর দিয়ে ট্রাক দিয়ে মাটি নিতে বাঁধা দিলে কথাকাটির পর্যায়ে চাচাতো ভাই আব্দুর নুর, আব্দুল জলিল, মজিদ আহমদ, জুনেদ আহমদ দা দিয়ে আব্দুল আজিজের মাথা ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। ভাইয়ের চিৎকারে আব্দুর রহমান (৩৯) ও জায়েদ আহমদ (৩০) এগিয়ে এলে তাদেরকেও সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল আজিজ মারা যান।

এঘটনায় নিহতের স্ত্রী রায়না বেগম বড়লেখা থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ-১৭.৪.১১)। আসামীরা দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

নিহত আব্দুল আজিজের স্ত্রী রায়না বেগম অভিযোগ করেন অনেক কষ্ট ও জীবনের ঝুঁকি নিয়ে স্বামী হত্যার বিচারের আশায় মামলা চালিয়ে যাই। মামলাটি স্বাক্ষী পর্যায়ে আসার পর খুনীরা বেপরোয়া হয়ে উঠেছে। আসামী আব্দুল জলিল, আব্দুল মজিদ, তার স্ত্রী হীরা বেগম ও জুনেদ আহমদ হুমকি দিচ্ছে মামলা চালানো বন্ধ না করলে তারা আমাকে হত্যা ও আমার সন্তানদের অপহরণ এমনকি মেরে ফেলবে।

গত ২১ আগষ্ট তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়রি (জিডি নং-৭৮১) করেছি। এরপর থেকে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। আসামীদের হুমকি ধমকিতে আমার দেবর লোকমান আহমদ ৩ বছর থেকে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে। অপর দেবর আব্দুর রহমান ও খয়িদ আহমদ সব সময় আতংকে থাকেন।

(এলএস/এলপিবি/আগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test