E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে

গাইবান্ধা জেলা বিএনপির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০১৫ আগস্ট ২৫ ১৭:৪৪:০৬
গাইবান্ধা জেলা বিএনপির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি : জেলা বিএনপির বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছারিতার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলার বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য শেখ সামাদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শেখ সামাদ আজাদ উল্লেখ করেন, সারাদেশে স্থায়ী কমিটির নির্দেশে বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা সম্মেলন সম্পন্ন করে জেলা শাখার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশনায় বিগত আন্দোলনে নেতাকর্মীদের অন্তর্ভূক্ত করে যোগ্য নেতৃত্ব তৈরির উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া এক্ষেত্রে জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক এমপি, দল কর্তৃক মনোনীত এমপি প্রার্থী এবং অঙ্গদলসমূহের কেন্দ্রীয় কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতা নিতে নির্দেশ দেয়া হয়।
কিন্তু কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিুসজ্জামান খান বাবু তার অনুগত ব্যক্তিদের নিয়ে মোবাইল ফোনে নির্দেশনা প্রদান করে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের পকেট কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছে। সম্মেলনের পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা কমিটির কোন সভা তো করা হয়নি এমনকি সিনিয়র নেতাকর্মীদের সাথে কোন পরামর্শ পর্যন্ত করা হয়নি। কাউন্সিল না করে ঘরে বসে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নে গোপনে কমিটি তৈরী করছে। এতে করে বিগত আন্দোলনে দলের ত্যাগী পরিক্ষিত নেতাকর্মী বাদ পড়ার আশংকা দেখা দিয়েছে। সেজন্য অবিলম্বে জেলা সভাপতি আনিসুজ্জামান খান বাবুর মোবাইল ফোনের নির্দেশনা মোতাবেক পকেট কমিটি করার প্রক্রিয়া বন্ধ করা, জেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, দলীয় মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ পূর্বক প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানানো হয়। সেই সাথে জেলা বিএনপির এ সকল অনিয়ম ও স্বেচ্ছারিতার বিরুদ্ধে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ পূর্বক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রত্যেকের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি সাইফুল আলম সাজা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান সরকার, সুন্দরগঞ্জ থানার সাবেক সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. জিএম মোসাদ্দেক, সাঘাটা থানার সাবেক সভাপতি তৌহিদুজ্জামান স্বপন, লোটাস খান, মাহবুবর রহমান, মো. মকছুদার রহমান, হাফিজার রহমান, মো. শাহজাহান, কামাল হোসেন, শফিউল করিম দোলন, হবিবর রহমান হবি, আনিছুর রহমান তালুকদার বাবু, এমদাদুল হক ইদু, ময়নাল হক, একেএম মোজাম্মেল, মো. আব্দুস সামাদ, মো. জাহিদ প্রমুখ।

(আরই/পি/অাগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test