E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চার মাসেও সন্ধান মেলেনি কারামুক্ত আদিবাসী সুজল পাহানের

২০১৫ আগস্ট ২৫ ১৭:৪৭:১৩
চার মাসেও সন্ধান মেলেনি কারামুক্ত আদিবাসী সুজল পাহানের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কামারকুড়ি গ্রামের মৃতঃ ভুটি পাহানের ছেলে সুজল পাহান (২২) নিখোঁজ হওয়ার প্রায় ৪ মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান মেলেনি।

তার কোন সন্ধান না পেয়ে পরিবারে বয়বৃদ্ধা মা অজানা আতঙ্কে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক দীর্ঘ ১ বছর জেল খেটে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে ওইদিনই সে নিখোঁজ হয়। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে গত ০১ মে তার ভাই সুবাস পাহান নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করেন যার নং ১৪৬১। নিখোঁজ সুজল পাহান কিছুটা মানসিক ভারসাম্যহীন ।

এদিকে গত ৪ মাস থেকে ছেলে সুজলকে না পেয়ে ৭০ বছর বয়সী, ভূমিহীন বিধবা মা শুশিলা নিখোঁজ ছেলের ছবি হাতে নিয়ে যাকে তাকে তার ছেলের কথা জিজ্ঞেস করছে। সন্তানের কথা মনে করে প্রতি মূহুর্তে অশ্রু বিসর্জন করে চলেছে। ফলে সুজলের পরিবারে নেমে এসেছে চরম হতাশা।

সুজলের পারিবারিক সূত্র জানায়, তার কাছে সেদিন শুধু পরনের জামা-কাপড় ছাড়া অতিরিক্ত কোন পোষাক এবং হাত খরচের কোন টাকা-পয়সা ছিলনা। এই ৪ মাস ধরে সে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা এমন অজানা আতঙ্কে পরিবারের সকলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।

তার বৃদ্ধা মায়ের আকুতি প্রসাশনের কর্মকর্তা ও বিবেকবান মানুষ তার সন্তানের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৫৪-২৫২৭৫৮/০১৭৫৭-৮৯৯১১৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

(বিএম/এলপিবি/আগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test